Sumit Nagal: বিশ্বের ২৬ নম্বর চেক তারকার বিরুদ্ধেই অস্ট্রেলিয়ান ওপেনে অভিযান শুরু করছেন সুমিত নাগাল
Sumit Nagal: প্রথম ম্য়াচেই নাগালের প্রতিপক্ষ হতে চলেছেন বিশ্বের ২৬ নম্বর টেনিস তারকা চেক প্রজাতন্ত্রের টমাস মাচাক। উল্লেখ্য়, গত বছর অস্ট্রেলিয়ান ওপেনে দ্বিতীয় রাউন্ড পর্যন্ত পৌঁছেছিলেন সুমিত নাগাল।

মুম্বই: আগামী ১২ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে এবারের অস্ট্রেলিয়ান ওপেন। পুরুষদের সিঙ্গলসে ভারতের একমাত্র ভরসা সুমিত নাগাল। ইতিমধ্যেই চলতি বছরে দুটো জয় ছিনিয়ে নিয়েছে অকল্যান্ড ওপেন কোয়ালিফায়ার্সে। এরপরই অস্ট্রেলিয়ান ওপেনের প্রথম রাউন্ডে খেলতে নামবেন এটিপি ক্রমতালিকায় ৯৬ নম্বরে থাকা এই ভারতীয় তারকা। আর প্রথম ম্য়াচেই নাগালের প্রতিপক্ষ হতে চলেছেন বিশ্বের ২৬ নম্বর টেনিস তারকা চেক প্রজাতন্ত্রের টমাস মাচাক। উল্লেখ্য়, গত বছর অস্ট্রেলিয়ান ওপেনে দ্বিতীয় রাউন্ড পর্যন্ত পৌঁছেছিলেন সুমিত নাগাল।
অকল্যান্ড কোয়ালিফায়ার্সে আলেকজান্ডার ক্লিন্টচারোভ ও আদ্রিয়ান মানারিনোর বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছিলেন সুমিত। প্রথম রাউন্ডে যুক্তরাষ্ট্রের অ্য়ালেক্স মিচেলসেনের বিরুদ্ধে ৭-৬ (৮), ৪-৬, ২-৬ ব্যবধানে হেরে যান সুমিত। ২ ঘণ্টা ৪০ মিনিটের লড়াই শেষে হেরে যান সুমিত।
সম্প্রতি ডেভিস কাপে ভারতীয় দলের হয়ে না খেলার কথা জানিয়েছিলেন সুমিত। যা নিয়ে কিছুটা বিতর্কও হয়েছিল। গত মরশুমে এই টুর্নামেন্টে যোগ্যতা নির্ণায়ক পর্বের মধ্যে দিয়ে যেতে হয়েছিল। তবে এবার সরাসরিই টুর্নামেন্টের মূলপর্বে খেলার সুযোগ পেয়েছেন নাগাল। গত মরশুমে যােগ্যতা নির্ণায়ক পর্বের প্রথম রাউন্ডে তিনি হারিয়ে দিয়েছিলেন ৩১ তম বাছাই কাজাখাস্তানের আজেকজান্ডার বাবলিককে। ৬-৪, ৬-২, ৭-৬ (৫) ব্যবধানে হারিয়ে দিয়েছিলেন প্রতিপক্ষকে। এরপরই মূলপর্বে গত মরশুমে জায়গা করে নিয়েছিলেন। কিন্তু এরপরই চিনের প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিলেন ভারতীয় তারকা।
এই বছর অস্ট্রেলিয়ান ওপেনে শীর্ষ বাছাই জ্যানিক সিনার। এছাড়াও খেতাব জয়ের অন্যতম দাবিদার অ্য়ালেকজান্ডার জেভরেভ ও কার্লোস আলকারাজ। ২৪ গ্র্যান্ডস্লামের মালিক কিংবদন্তি নোভাক জকোভিচ রয়েছেন সাত নম্বরে। চলতি বছরে সবগুলো গ্র্যান্ডস্লামেই অংশ নিয়েছিলেন নাগাল। যদিও উল্লেখযোগ্য কোনও পারফরম্য়ান্স করতে পারেননি। প্য়ারিস অলিম্পিক্সে খেলতে নামলেও কোনও ফল হয়নি। তবে গত বছর বেশ আর্থিক সমস্যায় ভুগছিলেন ভারতের এক নম্বর টেনিস তারকা।
জার্মানিতে নানশেল অ্য়াকাডেমিতে অনুশীলন করেন নাগাল। সোমদেব দেববর্মণ এবং ক্রিস্টোফার মারকুইস কিছুদিন তাঁকে আর্থিকভাবে সাহায্য করেছিলেন বলে গত বছর জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে অনুশীলন সেরেছিলেন এই টেনিস তারকা। কিন্তু এটিপি ট্যুরে গিয়ে খেলা এবং থাকার জন্য খরচ করতে গিয়ে নাগাল তাঁর পুরস্কারের সব অর্থ খরচ করে ফেলেছেন। নাগাল ক্ষোভ উগরে দিয়েছিলেন এরপরই। যদিও এখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
