এক্সপ্লোর
Advertisement
দেখুন: পিএসএলে ব্যাট উল্টোদিকে ধরে রান নিলেন মইন খানের ছেলে আজম খান
প্রাক্তন পাক ক্রিকেটার মইন খানের ছেলে আজম খান পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এভিন্ন একটি কারণে নজর কাড়লেন। অন্যরকমভাবে রান নিলেন আজম। এভাবে তাঁকে রান পূর্ণ করতে দেখে সবাই কিছুটা অবাক হয়ে গিয়েছেন।
করাচি: প্রাক্তন পাক ক্রিকেটার মইন খানের ছেলে আজম খান পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এভিন্ন একটি কারণে নজর কাড়লেন। অন্যরকমভাবে রান নিলেন আজম। এভাবে তাঁকে রান পূর্ণ করতে দেখে সবাই কিছুটা অবাক হয়ে গিয়েছেন। রবিবার কোয়েটা গ্ল্যাডিয়েটর্স ও করাচি কিংসের মধ্যে ম্যাচে এই ঘটনা ঘটে। ম্যাচে ৪৬ রান করেন আজম। করাচি ন্যাশনাল স্টেডিয়ামে কোয়েটা ম্যাচ জেতে।
২১ বছরের আজম যেভাবে রান নিয়েছেন, তার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সোশ্যাল মিডিয়া ইউজারদের একাংশ আবার কটাক্ষের সুরে বলছেন, আজম তো রান নেওয়ার নয়া পদ্ধতি শেখালেন!
ভিডিওতে দেখা যাচ্ছে, আজম তখন রান পূর্ণ করতে ছুটছেন। ফিল্ডার বল তুলে উইকেট লক্ষ্য করে থ্রো করছেন। আজম দ্রুত ক্রিজে পৌঁছনোর চেষ্টা করেন। তখন তাঁর ব্যাটের হ্যান্ডেল ছিল নিচের দিকে। ব্যাটের চওড়া অংশ তাঁর হাতে ধরা ছিল। ম্যাচে সরফরাজের সঙ্গে আজম চতুর্থ উইকেটে ৮৫ রান যোগ করেন। তাঁদের দল পাঁচ উইকেটে জয় পায়। আজমই ম্যান অফ দ্য ম্যাচ হন।If you hold the bat upside down, you get to the crease early The Legend Azam Khan#PSLV2020 pic.twitter.com/JiXsIHIeOk
— Faizan Rasul (@FaizanRasul11) February 23, 2020
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
আজ ফোকাস-এ
জেলার
জেলার
Advertisement