(Source: ECI/ABP News/ABP Majha)
কোহলির চেয়ে বাবর অনেক ধীরস্থির, সেটাই ওর অ্যাডভান্টেজ: সাকলিন
সাকলিন জানান, তাঁর এই মতামতের ভিত্তি হল ক্রীড়াবিজ্ঞান।...
করাচি: বিরাট কোহলির আগ্রাসী। তুলনায় বাবর আজম অনেকটাই ধীরস্থির। সেই কারণইে, ভারতীয় অধিনায়কের চেয়ে নিজের দেশের তরুণ ব্যাটসম্যানকে এগিয়ে রাখলেন প্রাক্তন অফ-স্পিনার সাকলিন মুস্তাক। সাকলিনের মতে, বিরাট ও বাবর-- দুজনই এই প্রজন্মের দুই সেরা ব্যাটসম্যান। যে কারণে, দুজনের মধ্যে প্রতিনিয়ত তুলনা টানা হয়ে থাকে। সাকলিন বলেন, দুজনেরই টেকনিক দুরন্ত, মানসিকভাবে প্রচণ্ড দৃঢ়। দুই ব্যাটসম্যানর মধ্যেই রানের খিদে রয়েছে। তবে, তবে একটা বিষয়ে কোহলির চেয়ে এগিয়ে বাবর। প্রাক্তন পাক স্পিনারের মতে, কোহলি হল আগ্রাসী। অন্যদিকে, বাবর হল ধীরস্থির প্রকৃতির। সাকলিনের মতে, ঠিক সেই কারণেই, কোহলির চেয়ে এগিয়ে বাবর। জানান, তাঁর এই মতামতের ভিত্তি হল ক্রীড়াবিজ্ঞান। যদিও, তিনি একইসঙ্গে নমনে করেন, বাবরের সঙ্গে কোহলির তুল্যমূল্য বিচার করা ঠিক নয়। কারণ, কোহলি দীর্ঘদিন ধরে বিশ্বের সর্বত্র পারফর্ম করে চলেছেন। তবে, কোহলি ও বাবরের মধ্যে মিল বা তফাত কোথায় সেই নিয়ে সাকলিনের আগেও অনেকে মন্তব্য করেছেন। গতমাসে, প্রাক্তন পাক অধিনায়ক ইউনিস খান জানান, বাবর ও কোহলির মধ্যে এখনই তুলনা টানার সঠিক সময় এটা নয়। কারণ, কোহলির অনেক পরে কেরিয়ার শুরু করেছে বাবর। ২০০৮ সালে সীমিত ওভারের ক্রিকেটে অভিষেক ঘটে কোহলির। ২০১১ সালে প্রথম টেস্ট খেলেন তিনি। অন্যদিকে, ৩১ বছরের কোহলির তুলনায় ৬ বছরের ছোট বাবর পাকিস্তানের হয়ে প্রথম ম্যাচ খেলেন ২০১৫ সালে। সেই সময় কোহলি শীর্ষে পৌঁছে গিয়েছেন। কোহলি হলেন, বিশ্বের সেই এলিট ব্যাটসম্যানদের ক্লাবের সদস্য-- যাঁদের ক্রিকেটের তিন ফর্ম্য়াটেই ব্য়াটিং গড় ৫০-এর বেশি। বাবরও পিছিয়ে নেই। তবে, কোহলির তুলনায় তিনি শুধু ৩০০টি আন্তর্জাতিক ম্যাচ পিছনে রয়েছেন।