এক্সপ্লোর
Advertisement
জাতীয় দলের হয়ে পাকিস্তান সফরে না এলে সংশ্লিষ্ট ক্রিকেটারদের পিএসএল থেকে বাদ দেওয়া হোক: আজমল
পাকিস্তানের অপর এক প্রাক্তন ক্রিকেটার ফয়সল ইকবালও শ্রীলঙ্কার ক্রিকেটারদের পাকিস্তান সফরে না যেতে চাওয়ার সিদ্ধান্তের সমালোচনা করেছেন।
করাচি: জাতীয় দলের হয়ে যে ক্রিকেটাররা পাকিস্তান সফরে যেতে নারাজ, তাঁদের পিএসএল থেকে বাদ দেওয়ার দাবি জানালেন সইদ আজমল। শ্রীলঙ্কার আসন্ন পাকিস্তান সফর থেকে ১০ জন ক্রিকেটারের সরে দাঁড়ানো প্রসঙ্গে এই প্রাক্তন অফস্পিনার বলেছেন, ‘শ্রীলঙ্কার ক্রিকেটাররা সফর থেকে সরে দাঁড়ানোয় আমি অত্যন্ত আহত হয়েছি। কারণ, আমাদের দেশের নিরাপত্তা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। আমাদের বোর্ড বা সরকার সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার বিষয়ে নিশ্চিত না থাকলে কাউকে পাকিস্তানে খেলতে আসতে বলবে না। শ্রীলঙ্কা বা অন্য যে দেশগুলির ক্রিকেটাররা পিএসএল-এর ম্যাচ খেলতে আসতে পারে, তাদের জাতীয় দলের হয়েও সফর করা উচিত। যদি কেউ জাতীয় দলের হয়ে পাকিস্তান সফরে আসতে না চায়, তাহলে তাদের পিএসএল ড্রাফটেও রাখা উচিত না।’
পাকিস্তানের অপর এক প্রাক্তন ক্রিকেটার ফয়সল ইকবালও শ্রীলঙ্কার ক্রিকেটারদের পাকিস্তান সফরে না যেতে চাওয়ার সিদ্ধান্তের সমালোচনা করে বলেছেন, ‘২০০৯ সালে লাহৌরে যখন শ্রীলঙ্কার টিম বাসে জঙ্গি হামলা হয়, তখন আমি পাকিস্তান দলে ছিলাম। তারপর পরিস্থিতি অনেক বদলেছে। অনেক আন্তর্জাতিক ক্রিকেটারই পাকিস্তানে এসে খেলেছেন। শ্রীলঙ্কার ক্রিকেটাররাও পিএসএল-এ খেলেছেন। তাই শ্রীলঙ্কার ১০ জন ক্রিকেটারের পাকিস্তান সফর থেকে সরে দাঁড়ানোর কোনও কারণ নেই।’
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
খবর
ক্রিকেট
Advertisement