Ban vs NZ ODI: মাঁকড়ীয় আউটের পর সোধিকে ফেরালেন লিটন, জাদু কী ঝাপ্পি নিউজ়িল্যান্ডের ক্রিকেটারের
Litton Das: ইতিহাসে নাম তুলে ফেললেন হাসান মাহমুদ। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসাবে মাঁকড়ীয় আউট করার চেষ্টা করেন তিনি।
মীরপুর: মাঁকড়ীয় আউট হয়ে গিয়েছিলেন ইশ সোধি (Ish Sodhi)। বাংলাদেশের পেসার হাসান মাহমুদ (Hassan Mahmud) তাঁকে রান আউট করে দিয়েছিলেন। কিন্তু সোধিকে ফের ডেকে নিলেন লিটন দাস। শিরোনামে উঠে এল মীরপুরে বাংলাদেশ বনাম নিউজ়িল্যান্ড ম্যাচের ঘটনা।
ইতিহাসে নাম তুলে ফেললেন হাসান মাহমুদ। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসাবে মাঁকড়ীয় আউট করার চেষ্টা করেন তিনি। যে আউটকে ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে কঠিন মনে করা হয়। ২৬ বলে তখন ১৭ রানে অপরাজিত ছিলেন সোধি। তিনি নন স্ট্রাইকিং প্রান্তে ছিলেন। লিটন ফিরিয়ে নেওয়ার পরের ১৩ বলে জোড়া ছক্কা মেরে ১৮ রান করেন সোধি।
ম্যাচের ৪৬তম ওভারের ঘটনা। বোলিং স্ট্রাইডে সোধির স্টাম্প ভেঙে দেন হাসান। কিউয়ি ক্রিকেটার তখন স্পষ্টত ক্রিজের বাইরে। বোলার আম্পায়ার মারেইস ইরাসমাসের কাছে রান আউটের আবেদন করেন। তৃতীয় আম্পায়ারের শরণাপন্ন হন ইরাসমাস। রিপ্লেতে দেখা যায়, হাসান বেল ভাঙার সময় সোধি ক্রিজের বাইরে রয়েছেন।
যা দেখে সোধি ড্রেসিংরুমের দিকে হাঁটতে শুরু করেন। মুখে হাসি। যেন কিছুটা অবাক। হতাশও। কিন্তু তিনি বাউন্ডারির কাছে যাওয়ার পরই লিটন আম্পায়ারকে গিয়ে বলেন, তিনি সোধিকে ফিরিয়ে নিতে চান। তারপরই সোধি ক্রিজে ফেরেন। হাসান মাহমুদকে জড়িয়ে ধরে আলিঙ্গনও করেন।
Ish Sodhi was run out at the non strikers end by Hasan Mahmud.
— M (@anngrypakiistan) September 23, 2023
The third umpire checked and gave OUT! But when Sodhi started walking out, skipper Litton Das and Hasan Mahmud called him back again.
Sodhi gave Hasan a hug at the end.
Scenes ❤️
pic.twitter.com/mWJEdlK4UJ
বাংলাদেশ বনাম নিউজ়িল্যান্ড ম্যাচের এই ঘটনার ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে। অনেকে লিটন ও হাসানের প্রশংসা করেছেন। তাঁদের ক্রিকেটীয় স্পিরিটকে কুর্নিশ জানিয়েছেন। আবার অনেকের মতে, আইসিসি এখন মাঁকড়ীয় আউটকে নিয়মের মধ্যে রেখেছে। তা হলে সেই নিয়ম কাজে লাগিয়ে আউট করতে সমস্যা কোথায়! ভারতীয় স্পিনার আর অশ্বিন বরাবরই মাঁকড়ীয় আউটকে সমর্থন করেছেন। অশ্বিন সাফ জানিয়েছেন, নিয়মের মধ্যে থেকে উইকেট নেওয়া হলে সমস্যা কোথায়!
২০২২ সালে মাঁকড়ীয় আউট নিয়ে বড় সিদ্ধান্ত নেয় বিশ্ব ক্রিকেটের নিয়মনীতি নির্ধারণকারী এমসিসি। তারা মাঁকড়ীয় আউটকে বৈধ ঘোষণা করে জানিয়ে দেয়, এটাকে এখন থেকে রান আউট হিসাবে গণ্য করা হবে।
ম্যাচে ৪৯.২ ওভারে ২৫৪ রানে শেষ হয় নিউজ়িল্য়ান্ডের ইনিংস।
আরও পড়ুন: কোন মন্ত্রে মোহালিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫ উইকেট, ফাঁস করলেন শামি
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন