এক্সপ্লোর
Advertisement
বাংলাদেশের টেস্ট দলের নয়া অধিনায়ক শাকিব
ঢাকা: মুশফিকুর রহিমকে সরিয়ে শাকিব আল হাসানকে বাংলাদেশের টেস্ট দলের নতুন অধিনায়ক করা হল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এই ঘোষণা করা হয়েছে। বোর্ড অফ ডিরেক্টরসের বৈঠকের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান বলেছেন, ‘আমরা টেস্ট দলের অধিনায়ক বদল করার সিদ্ধান্ত নিয়েছি। আগামী সিরিজ থেকে আমাদের নতুন টেস্ট অধিনায়ক হবে শাকিব। সহ-অধিনায়ক হবে মাহমুদুল্লাহ। তবে অন্য কোনও ফর্ম্যাটের অধিনায়ক বদল করা হচ্ছে না।’
শাকিব এর আগে ২০০৯ থেকে ২০১১ সাল পর্যন্ত বাংলাদেশের টেস্ট দলের অধিনায়ক ছিলেন। তিনি ৯টি টেস্টে দলকে নেতৃত্ব দেন। এখন বাংলাদেশের টি-২০ দলের অধিনায়ক এই অলরাউন্ডার। তিনি দ্বিতীয়বার টেস্ট দলের অধিনায়ক হলেন। দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ দু’টি টেস্টেই বড় ব্যবধানে হারার পরেই মুশফিকুরকে সরিয়ে দেওয়া হল। নাজমুল বলেছেন, তাঁরা চাইছেন মুশফিকুর চাপমুক্ত হয়ে শুধু ব্যাটিংয়ে মনঃসংযোগ করুন। সেই কারণেই তাঁকে অধিনায়কত্ব থেকে অব্যাহিত দেওয়া হল।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement