Ban vs Aus: আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে জয় পেল টাইগাররা। প্রথম দুটো ম্যাচ আগেই জিতে গিয়েছিল তাঁরা। এবার সিরিজের তৃতীয় ম্যাচও জিতে সিরিজ মুঠোয় করে নিল টাইগার বাহিনী।
ঢাকা: এই প্রথমবার। বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে এই প্রথমবার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে জয় পেল টাইগাররা। এই মুহূর্তে শাকিব আল হাসানরা নিজেদের দেশের মাটিতে পাঁচ ম্যাচের টি-টোয়েন্ট সিরিজ খেলছে। প্রথম দুটো ম্যাচ আগেই জিতে গিয়েছিল তাঁরা। এবার সিরিজের তৃতীয় ম্যাচও জিতে সিরিজ মুঠোয় করে নিল টাইগার বাহিনী।
এদিন লো স্কোরিং ম্যাচ হয়। তৃতীয় ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ১২৭ রান বোর্ডে তোলে বাংলাদেশ। দলের হয়ে সর্বাধিক অর্ধশতরানের ইনিংস খেলেন মাহমুদুল্লাহ। তিনি ৫২ বলে ৫২ রানের ইনিংস খেলেন। অভিজ্ঞ অলরাউন্ডার শাকিব আল হাসান ১৭ বলে ২৬ রানের ইনিংস খেলেন। লোয়ার অর্ডারে আফিফ হোসেন ১৩ বলে ১৯ রান করেন। অজি বোলাররাও এদিন বেশ আঁটোসাঁটো বোলিং করেন। তাঁদের মধ্যে নাথান এলিস ৪ ওভারে ৩৪ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন। জশ হ্যাজেলউড ৪ ওভারে ১৬ রান দিয়ে ২ উইকেট তুলে নেন। ভাল বোলিং করেন স্পিনার অ্যাডাম জাম্পাও। তিনি ৪ ওভারে ২৪ রান দিয়ে ২ উইকেট তুলে নেন।
কম রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমেও এদিন জয় পায়নি অস্ট্রেলিয়া। প্রথম উইকেটের পতন হয় দলীয় ৮ রানের মাথায়। অজি শিবিরে প্রথম আঘাত হানেন নাসুম আহমেদ। এরপর বেন ম্যাকডরমট ও মিচেল মার্শ মিলে একটা পার্টনারশিপ গড়ে তোলার চেষ্টা করেন। কিন্তু তখনই বেনকে ফিরিয়ে দেন শাকিব আল হাসান। তবে মিচেল মার্শ ৪৭ বলে ৫১ রানের ইনিংস খেলেন। নিজের ইনিংসে ৬টি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকান অজ অলরাউন্ডার। লোয়ার অর্ডারে অ্যালেক্স ক্যারি ১৫ বলে ২০ রানের ইনিংস খেলেন। কিন্তু বাংলাদেশ বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে হাত খুলে ব্যাটিং করেত পারেননি অজি ব্যাটসম্যানরা। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে বোর্ডে ১১৭ রান তুলে নিতে সক্ষম হয় অস্ট্রেলিয়া। একইসঙ্গে সিরিজও হেরে বসে অজিরা। বাংলাদেশ বোলারদের মধ্যে ২টো উইকেট নেন শরিফুল ইসলাম। একটি উইকেট নেন নাসুম ও শাকিব।