Tamim Iqbal: ফেসবুকে ছোট্ট পোস্টেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় জানালেন তামিম ইকবাল
Tamim Iqbal Retirement: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ চলছে বাংলাদেশের। ম্যাচের আগে বা সাংবাদিক বৈঠকে কোনও সিদ্ধান্ত নেননি তামিম।
![Tamim Iqbal: ফেসবুকে ছোট্ট পোস্টেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় জানালেন তামিম ইকবাল Bangladesh ODI captain Tamim Iqbal has announced his retirement from T20Is Tamim Iqbal: ফেসবুকে ছোট্ট পোস্টেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় জানালেন তামিম ইকবাল](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/17/ac4092332d9803fb9c385687b5a612851658030903_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ঢাকা: মাত্র ২ দিন আগেই তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে ২০২৩ বিশ্বকাপের পরই আন্তর্জাতিক ক্রিকেটকে (International Cricket) বিদায় জানাবেন। আজ ঠিক ২ দিন পরেই আচমকাই সোশাল মিডিয়ায় পোস্ট করে তামিম ইকবাল (Tamim Iqbal) জানিয়ে দিলেন যে টি-টোয়েন্টি ক্রিকেটকে (T20 Cricket) বিদায় জানাচ্ছেন তিনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে জাতীয় দলের জার্সিতে আর দেখতে পাওয়া যাবে না বাংলাদেশের এই অভিজ্ঞ বাঁহাতি ওপেনারকে।
ফেসবুক পোস্টেই অবসরের ঘোষণা
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ চলছে বাংলাদেশের। ম্যাচের আগে বা সাংবাদিক বৈঠকে কোনও সিদ্ধান্ত নেননি তামিম। তিনি কিছু জানাননি পর্যন্ত। কিন্তু গতকাল হঠাৎই পরে ফেসবুকে পোস্টে তামিম লিখেছেন, ''আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আজকে থেকে আমাকে অবসরপ্রাপ্ত হিসেবে বিবেচনা করুন। ধন্যবাদ সবাইকে।''
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)