এক্সপ্লোর
সাকিব, মুশফিকুর, মেহেদির লড়াকু ইনিংস, হার বাঁচানোর আশায় বাংলাদেশ
![সাকিব, মুশফিকুর, মেহেদির লড়াকু ইনিংস, হার বাঁচানোর আশায় বাংলাদেশ Bangladesh Reach 3226 At The End Of Day 3 সাকিব, মুশফিকুর, মেহেদির লড়াকু ইনিংস, হার বাঁচানোর আশায় বাংলাদেশ](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/02/11164857/Mushfiqur-Rahim.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
হায়দরাবাদ: হায়দরাবাদে চলতি টেস্টের প্রথম দু দিন ভারতের দাপট ছিল। তৃতীয় দিন পাল্টা লড়াই করল বাংলাদেশ। ভারতের ৬ উইকেটে ৬৮৭ রানের জবাবে তৃতীয় দিনের শেষে বাংলাদেশের রান ৬ উইকেটে ৩২২। অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসানের ৮২ এবং অধিনায়ক মুশফিকুর রহিম (৮১) ও মেহেদি হাসান মিরাজের (৫১) অপরাজিত জুটিই বাংলাদেশকে লড়াইয়ে রেখেছে। ভারতের চেয়ে এখনও ৩৬৫ রানে পিছিয়ে মুশফিকুররা। তবে তাঁরা যেভাবে লড়াই করছেন, তাতে হার বাঁচানোর স্বপ্ন দেখছেন বাংলাদেশের সমর্থকরা।
গতকাল দিনের শেষে বাংলাদেশের রান ছিল এক উইকেটে ৪১। আজ দিনের তৃতীয় ওভারেই রান আউট হয়ে যান তামিম ইকবাল (২৪)। এরপর মোমিনুল হক (১২), মাহমুদুল্লাহও (২৮) ফিরে যান। মোমিনুলকে ফেরান উমেশ যাদব এবং মাহমুদুল্লাহকে আউট করেন ইশান্ত শর্মা। ১০৯ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল বাংলাদেশ। সেখান থেকে সাকিব-মুশফিকুর জুটির হাত ধরে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। সাকিব অর্ধশতরান পূরণ করে শতরানের দিকে এগিয়ে যাচ্ছিলেন। কিন্তু তিনি ৮২ রানে রবিচন্দ্রন অশ্বিনের শিকার হন। সাব্বির রহমানকে ফেরান রবীন্দ্র জাডেজা।
চা পানের বিরতির সময় বাংলাদেশের রান ছিল ৬ উইকেটে ২৪৬। তৃতীয় সেশনে কোনও উইকেট না হারিয়ে ৭৬ রান যোগ করেন মুশফিকুর ও মেহেদি। তাঁদের জুটিতে এখনও পর্যন্ত ৮৭ রান যোগ হয়েছে। আগামীকালও তাঁরা এভাবে লড়াই চালাতে পারলে ম্যাচ জমে যাবে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
অটো
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)