Bangladesh Cricket: ইংল্যান্ডকে দুরমুশ করে নিজেদের সামনে বিরাট লক্ষ্য সাজিয়ে দিলেন শাকিব
Shakib Al Hasan: বাংলাদেশের অধিনায়ক চান, তাঁর দল এশিয়ার সেরা ফিল্ডিং টিমের স্বীকৃতি পাক। সেই লক্ষ্য থেকে তাঁরা খুব একটা দূরে নন বলেও জানিয়েছেন শাকিব।
মীরপুর: ইংল্যান্ডকে ৩-০ হোয়াইটওয়াশ করে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ (Bangladesh vs England)। আর ঐতিহাসিক জয়ের পর নিজেদের সামনে আরও বড় লক্ষ্য সাজিয়ে দিচ্ছেন শাকিব আল হাসান (Shakib Al Hasan)।
বাংলাদেশের অধিনায়ক চান, তাঁর দল এশিয়ার সেরা ফিল্ডিং টিমের স্বীকৃতি পাক। সেই লক্ষ্য থেকে তাঁরা খুব একটা দূরে নন বলেও জানিয়েছেন শাকিব। তাঁর মতে, ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে বাংলাদেশের ফিল্ডিং তফাত গড়ে দিয়েছে। মঙ্গলবার মীরপুরে ১৫৮/২ স্কোরের পুঁজি নিয়ে ইংরেজদের হারিয়েছে বাংলাদেশ। যে সাফল্যের নেপথ্যে রয়েছে বাংলাদেশের ঝকঝকে ফিল্ডিংও। এই প্রথম ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ।
শাকিব বলেছেন, 'এই তিন ম্যাচে আমাদের ফিল্ডিং সবাি দেখেছে। ইংল্যান্ডকে এই বিভাগে আমরা অনকে পিছনে ফেলেছি। ইংল্যান্ডের ফিল্ডিংও ভাল। তবে আমরা প্রচুর উন্নতি করেছি। সব দিক বিচার করলে আমি সেটাই বলব।' তিনি যোগ করেছেন, 'আমাদের সব সময় ভাল ফিল্ডিং করা উচিত। আমাদের লক্ষ্য হল এশিয়ার সেরা ফিল্ডিং দল হিসাবে নিজেদের প্রতিষ্ঠিত করা। এই পারফরম্যান্সের পর আমরা খুব একটা পিছিয়ে নেই।'
ঢাকায় এদিন শেষ টি-টোয়েন্টি ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল ইংল্যান্ড। বাংলাদেশের হয়ে ওপেনে নেমেছিলেন লিটন দাস ও রনি তালুকদার। ৫৭ বলে ৭৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন লিটন। নিজের ইনিংসে ১০টি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকান ডানহাতি তরুণ বাংলাদেশি ব্যাটার। রনি ২৪ রান করে ফেরেন। নাজমুল হোসেন শান্ত ৩৬ বলে ৪৭ রানের ইনিংস খেলেন। ১টি বাউন্ডারি ও ২টো ছক্কা হাঁকান তিনি। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে বোর্ডে ১৫৮ রান তুলে নেয় বাংলাদেশ।
জবাবে ব্য়াট করতে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪২ রানের বেশি তুলতে পারেনি ব্রিটিশ বাহিনী। ডেভিড মালান দলের হয়ে সর্বাধিক ৪৭ বলে ৫৩ রানের ইনিংস খেলেন। নিজের ইনিংসে ৬টি বাউন্ডারি ও ২টো ছক্কা হাঁকান মালান। ৩১ বলে ৪০ রানের ইনিংস খেলেন ক্যাপ্টেন জস বাটলার।
রবিবার দ্বিতীয় টি-টোয়েন্টিতে ইংল্যান্ড শুরুটা কিন্তু মন্দ করেনি। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ ডেভিড মালানকে ৫ রানে ফেরালেও, পাওয়ার প্লেতে ওই এক উইকেটের বিনিময়েই ৫০ রান তুলে ফেলে ইংল্যান্ড। কিন্তু পাওয়ার প্লে শেষেই সাত রানের ব্যবধানে তিন উইকেট হারিয়ে ফেলে ইংল্যান্ড। ফিল সল্ট (২৫), মঈন আলি (১৫), জস বাটলার (৪) সাজঘরে ফেরেন। বেন ডাকেট (২৮) ও স্যাম কারান (১২) ষষ্ঠ উইকেটে ৩৪ রান যোগ করেন বটে।
তবে এরপরে ফের একবার ব্যাটিং ধস নামে। ২৬ রানের ব্যবধানে পাঁচ উইকেট হারিয়ে ফেলে ইংল্যান্ড। ১১৭ রানেই শেষ হয়ে যায় ইংল্যান্ডের ইনিংস। মেহেদি হাসান মিরাজ (Mehidy Hasan Miraz) চার উইকেট নেন। তাসকিন আমেদ, শাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান ও হাসান মামুদ, সকলেই একটি করে উইকেট নেন। অল্প রানের লক্ষ্য সামনে থাকলেও বাংলাদেশ কিন্তু শুরুতেই ধাক্কা খায়। দুই বাংলাদেশি ওপেনার লিটন দাস ও রনি তালুকদার ব্যক্তিগত ৯ রান করে সাজঘরে ফেরেন। পাওয়ার প্লেতে বাংলাদেশ দুই উইকেট হারিয়ে মাত্র ৩২ রান করে।