IPL 2023: পড়তে চলেছে ঢাকে কাঠি, মন-মাথায় ঘুরছে আইপিএল, কী বার্তা দিলেন বিরাট?
IPL: ৩১ মার্চ গুজরাত টাইটান্স ও সিএসকের ম্যাচ দিয়ে শুরু হতে চলেছে এ বারের আইপিএল মরসুম।
নয়াদিল্লি: ৩১ মার্চ থেকে শুরু হতে চলেছে ১৬তম আইপিএল (IPL 2023)। টুর্নামেন্ট শুরু হতে এখনও বেশ খানিকটা সময় বাকি থাকলেও, ইতিমধ্যেই কিন্তু ধীরে ধীরে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। টুর্নামেন্টের সম্প্রচারকারী সংস্থার স্টার স্পোর্টসের তরফে ইতিমধ্যেই বেশ কয়েকটি প্রচারমূলক ভিডিও ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে। এবার সামনে আসতে চলেছে এক আরও একটি নতুন প্রচারমূলক ভিডিও।
প্রচারে বিরাট
ইতিমধ্যেই রোহিত শর্মা (Rohit Sharma), হার্দিক পাণ্ড্য (Hardik Pandya), কেএল রাহুলদের (KL Rahul) আসন্ন আইপিএলের প্রচারমূলক ভিডিওতে দেখা গিয়েছে। এবার সেই তালিকায় যোগ দিতে চলেছেন বিরাট কোহলিও (Virat Kohli)। আইপিএলের আসন্ন প্রচারমূলক ভিডিওতে 'কিং কোহলি'কে দেখা যাবে। আসন্ন ভিডিও একটি টিজার আজই সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হয়েছে। এই টিজার কিন্তু ইতিমধ্যেই নেটিজেনদের নজর কেড়েছে। টিজারে কিন্তু বিরাটকে বেশ হাসিখুশিই দেখায়।
Jab behind-the-scenes hota hai #ShorOn, tab camera ke saamne hota hai #GameOn! 🌟@imVkohli is on the #IPLOnStar journey with us, and we cannot wait to see what he does on his 16th year on the crease! pic.twitter.com/NZV5IXUJ2l
— Star Sports (@StarSportsIndia) March 14, 2023
নেতৃত্বে স্মিথ
গত সপ্তাহেই অস্ট্রেলিয়ান অধিনায়ক (Australia Captain) প্যাট কামিন্সের (Pat Cummins) মা পরলোক গমন করেন। সেই কারণেই আমদাবাদে চতুর্থ টেস্টের জন্য ভারতে না ফিরে দেশেই ছিলেন কামিন্স। আশা করা হচ্ছিল কামিন্স হয়তো ১৭ তারিখ থেকে শুরু হতে চলা ভারত-অস্ট্রেলিয়ার ওয়ান ডে সিরিজের জন্য দলে ফিরবেন। তবে তেমনটা হচ্ছে না। ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে জানিয়ে দেওয়া হল যে কামিন্স ওয়ান ডে সিরিজেও খেলবেন না।
অস্ট্রেলিয়ার তরফে দলের কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড জানান, 'প্যাট ফিরছে না। ও এই অবস্থায় এখনও দেশেই নিজের পরিবারকে সামাল দিচ্ছে। আমরা সকলেই এই দুঃখের দিনে প্যাট ও তাঁর পরিবারের পাশে রয়েছি।' কামিন্স দ্বিতীয় টেস্ট খেলেই অস্ট্রেলিয়ায় ফিরে যান। তাঁর অনুপস্থিতিতে তৃতীয় ও চতুর্থ টেস্টে স্টিভ স্মিথ (Steve Smith) অজি দলের অধিনায়কত্ব করেন। তিনিই ওয়ান ডে সিরিজেও অস্ট্রেলিয়ান দলকে নেতৃত্ব দেবেন।
আরও পড়ুূন: ফিরছেন না কামিন্স, ওয়ান ডেতেও অজি দলকে নেতৃত্ব দেবেন স্টিভ স্মিথ