এক্সপ্লোর
Advertisement
চুক্তিভঙ্গের অভিযোগে শাকিবকে শো-কজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের
চুক্তিভঙ্গের অভিযোগে তারকা অলরাউন্ডার শাকিব আল হাসানকে কারণ-দর্শানোর নোটিশ পাঠাতে চলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, গত ২২ অক্টোবর টেলিকম সংস্থা গ্রামীনফোনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে যোগ দেন শাকিব।
ঢাকা: চুক্তিভঙ্গের অভিযোগে তারকা অলরাউন্ডার শাকিব আল হাসানকে কারণ-দর্শানোর নোটিশ পাঠাতে চলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, গত ২২ অক্টোবর টেলিকম সংস্থা গ্রামীনফোনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে যোগ দেন শাকিব।বোর্ডের কাছে ১১ দফা দাবি জানিয়ে বাংলাদেশের ক্রিকেটারদের ধর্মঘটে নামার ঘোষণার একদিন পর দুই পক্ষের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। গত ২৩ অক্টোবর অবশ্য ক্রিকেটাররা ধর্মঘট প্রত্যাহার করে নেন। যে ক্রিকেটাররা ধর্মঘটের ডাক দিয়েছিলেন তাঁদের মধ্যে অন্যতম ছিলেন শাকিব।শাকিব সহ বোর্ডের কেন্দ্রীয় চুক্তির অন্তর্ভূক্ত ও প্রথম শ্রেণীর ক্রিকেটাররা ওই ধর্মঘটে সামিল হয়েছিলেন।
বিসিবি-র খেলোয়াড়দের সঙ্গে চুক্তি অনুসারে, জাতীয় চু্ক্তির অন্তর্ভূক্ত কোনও ক্রিকেটার কোনও টেলিকম কোম্পানিতে যোগ দিতে পারেন না।
বিসিবি-র প্রেসিডেন্ট নাজমুল হাসান বললেছেন, 'সন্তোষজনক উত্তর দিতে না পারলে তাঁরা শাকিবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন। হাসান বলেছেন, কোনও টেলিকম কোম্পানির সঙ্গে তিনি চুক্তি করতে পারেন না এবং কেন চুক্তি করতে পারেন না, তা স্পষ্টভাবে আমাদের চুক্তিপত্রে উল্লিখিত রয়েছে। আমরা আইনি ব্যবস্থা নেব। এ ব্যাপারে আমরা কাউকে রেহাই দিতে পারি না। আমরা ক্ষতিপূরণ চাইব। আমরা সংশ্লিষ্ট কোম্পানি ও সংশ্লিষ্ট প্লেয়ারের কাছে ক্ষতিপূরণ চাইব'।
হাসান বলেছেন, 'ক্ষতিপূরণ চেয়ে গ্রামীনফোনকেও আইনি নোটিশ পাঠাতে বলেছি। ব্যাখ্যা চেয়ে শাকিবের কাছেও চিঠি পাঠাতে বলেছি। কোনও নিয়ম যাতে তিনি না ভাঙেন, সেজন্য তাঁকে একটা সুযোগ দেওয়া হবে। কিন্তু আমাদের মনে হয়েছে, তিনি যেন বোর্ডকে তোয়াক্কা করছেন না। এমনটা হলে কিন্তু আমরা কড়া ব্যবস্থা নেব'।
আসন্ন ভারত সফরের আগে শুক্রবার মীরপুরে শের-ই-বাংলা স্টেডিয়ামে জাতীয় দলের অনুশীলন শিবিরে যোগ দিতে পারেননি। হেড কোট রাসেল ডোমিঙ্গো জানিয়েছেন, শাকিব সুস্থ না থাকায় অনুশীলনে যোগ দিতে পারেননি।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement