এক্সপ্লোর
Advertisement
মদন লাল-আরপি-সুলক্ষণাকে নিয়ে গঠিত হল নতুন উপদেষ্টা কমিটি, নির্বাচক বাছাই হবে প্রথম কাজ
বোর্ডের সচিব জয় শাহ জানিয়েছেন, নতুন উপদেষ্টা কমিটির মেয়াদ হবে এক বছরের।
মুম্বই: নতুন উপদেষ্টা কমিটি (সিএসি) গঠন করল ভারতীয় ক্রিকেট বোর্ড। তিন সদস্যের কমিটিতে আছেন মদন লাল, রুদ্রপ্রতাপ সিংহ ও সুলক্ষণা নায়েক।
স্বার্থের সংঘাতের অভিযোগ ওঠায় উপদেষ্টা কমিটি থেকে সরে দাঁড়িয়েছিলেন কপিল দেব, অংশুমান গায়কোয়াড় ও শান্তা রঙ্গস্বামী। তারপরই নতুন কমিটি গড়ার পথে হাঁটে বোর্ড।
মদন লাল ভারতের হয়ে ৩৯টি টেস্ট ও ৬৭টি ওয়ান ডে খেলেছেন। ১৯৮৩ বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। পরে তিনি জাতীয় দলের কোচ হয়েছেন। সামলেছেন জাতীয় নির্বাচকের দায়িত্বও। আরপি সিংহ দেশের হয়ে খেলেছেন ১৪টি টেস্ট, ৫৮টি ওয়ান ডে ও ১০টি টি-টোয়েন্টি। ২০০৭ সালে মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন তিনি। সুলক্ষণা দেশের হয়ে ৪৬টি ওয়ান ডে ও ৩১টি টি-টোয়েন্টি খেলেছেন।
প্রথমে মনে করা হচ্ছিল, গৌতম গম্ভীরকে উপদেষ্টা কমিটিতে দেখা যাবে। তবে তিনি সাংসদ হওয়ায় দৌড় থেকে ছিটকে যান। বোর্ডের নতুন গঠনতন্ত্র অনুযায়ী তিনি ক্রিকেটীয় কোনও দায়িত্ব সামলাতে পারবেন না এখন। তাঁর জায়গাতেই আরপি-কে দায়িত্ব দেওয়া হয়েছে।
নতুন কমিটির প্রথম দায়িত্ব হবে নির্বাচক বাছা। জাতীয় নির্বাচক কমিটির প্রধান এমএসকে প্রসাদ ও অন্যতম সদস্য গগন খোডার পদের মেয়াদ শেষ হচ্ছে। তাঁদের পরিবর্ত নির্বাচন করাই হবে মদন-আরপি-সুলক্ষণাদের প্রথম কাজ। বোর্ডের সচিব জয় শাহ জানিয়েছেন, নতুন উপদেষ্টা কমিটির মেয়াদ হবে এক বছরের।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
মালদা
শিক্ষা
জেলার
Advertisement