Ind vs WI: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কোহলিদের তিন ম্যাচ ইডেনে, ঘোষণা করে দিল বোর্ড
Eden Gardens: শেষ শীতের কলকাতায় তিনটি ম্যাচ খেলবেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। ফেব্রুয়ারিতে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচ হবে ইডেন গার্ডেন্সে।
কলকাতা: শেষ শীতের কলকাতায় তিনটি ম্যাচ খেলবেন রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলিরা (Virat Kohli)। ফেব্রুয়ারিতে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ (Ind vs West Indies) টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচ হবে ইডেন গার্ডেন্সে (Eden Gardens)। ওয়ান ডে সিরিজের তিনটি ম্যাচ হবে আমদাবাদে নবনির্মিত স্টেডিয়ামে। গত ১৯ জানুয়ারি এবিপি লাইভ প্রথম লিখেছিল যে, ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের তিন ম্যাচ পাচ্ছে ইডেন। সেই সঙ্গে সূচিও যে কিছুটা পাল্টে যাবে, জানিয়েছিল এবিপি লাইভ। শনিবার সেই খবরেই সিলমোহর দিল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)।
বোর্ডের তরফে আনুষ্ঠানিকভাবে জানানো হল যে, ওয়ান ডে সিরিজের তিনটি ম্যাচ হবে আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। ম্যাচগুলি হবে ৬, ৯ ও ১১ ফেব্রুয়ারি। তারপর দুই দল পৌঁছে যাবে কলকাতায়। এখানে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হবে। ইডেনে তিনটি ম্যাচ হবে ১৬, ১৮ ও ২০ ফেব্রুয়ারি। বোর্ডের তরফে জানানো হয়েছে যে, বর্তমান করোনা পরিস্থিতিতে ছয় শহরে ঘুরে ম্যাচ খেলতে হলে কোভিড সংক্রমণের আশঙ্কা থাকছে। সেই কারণে দুই শহরে হবে ৬টি ম্যাচ।
১৯ জানুয়ারি এবিপি লাইভে প্রকাশিত খবর: লড়াই করে রোহিত-কোহলিদের ৩ ম্যাচ পেল ইডেন
ভারতীয় দল (Team India) এখন দক্ষিণ আফ্রিকায়। টেস্ট সিরিজের পর প্রোটিয়াদের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ খেলছে টিম ইন্ডিয়া। ওয়ান ডে সিরিজ খেলার পরই দেশের মাটিতে পরীক্ষা দিতে হবে মেন ইন ব্লু-কে। ভারত সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ। ভারতের বিরুদ্ধে ওয়ান ডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবেন ক্যারিবিয়ানরা। প্রথমে হবে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ। তারপর হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। প্রথমে কথা ছিল ওয়ান ডে সিরিজের ম্যাচগুলি হবে যথাক্রমে আমদাবাদ, জয়পুর ও কলকাতায়। টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচ হবে কটক, বিশাখাপত্তনম ও তিরুঅনন্তপুরমে।
কিন্তু পরিস্থিতি নাটকীয় ভাবে বদলে দেয় করোনার তৃতীয় ঢেউ। যার জেরে এক সময় সিরিজের ভবিষ্যতই অনিশ্চিত হয়ে পড়েছিল। পরে ঠিক হয়, সিরিজ হবে। কিন্তু মাঠের সংখ্যা কমিয়ে। ভারত ও ওয়েস্ট ইন্ডিজ, দুই দলই চায় না করোনার বাড়াবাড়ির মধ্যে একাধিক শহরে ঘুরে ঘুরে খেলতে। তাই ভেন্যুর সংখ্যা কমানো হবে। সূচি চূড়ান্ত করতে বুধবার বৈঠকে বসেছিল বোর্ডের ট্যুর অ্যান্ড ফিক্সচার কমিটি। তারপরই শনিবার ঘোষণা করে দিল বোর্ড।
আমদাবাদের হয়ে আইপিএল খেলবেন শুভমন, আবেগপূর্ণ বার্তা কেকেআরের