স্বার্থের সংঘাত ইস্যুতে রাহুল দ্রাবিড়কে দ্বিতীয়বার তলব এথিক্স অফিসারের
১২ নভেম্বর দ্বিতীয়বার রাহুল দ্রাবিড়কে হাজিরার জন্য নির্দেশ দেওয়া হল।
নয়াদিল্লি: স্বার্থের সংঘাত ইস্যুতে রাহুল দ্রাবিড়ের দেওয়া তথ্য প্রমাণে সন্তুষ্ট নন বিসিসিআইয়ের এথিক্স অফিসার। আর সেকারণেই ১২ নভেম্বর দ্বিতীয়বার রাহুল দ্রাবিড়কে হাজিরার জন্য নির্দেশ দেওয়া হল।
এই মুহূর্তে দ্রাবিড় ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির প্রধান। তিনি একই সঙ্গে ভারত-এ এবং অনুর্ধ ১৯ দলের কোচও। তাঁর বিরুদ্ধে একই সঙ্গে এনসিএ প্রধান এবং ইন্ডিয়া সিমেন্টের ভাইস প্রেসিডেন্ট থাকার অভিযোগ এনেছেন মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য সঞ্জীব গুপ্তা। সেপ্টম্বরের ২৬ তারিখ মুম্বইয়ে এই বিষয়ে নিজের অবস্থান এবং যাবতীয় ব্যাখ্যা দিয়েছেন রাহুল দ্রাবিড়। সেই তথ্যে সন্তুষ্ট না হওয়ার কারণেই আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে ফের তাঁকে ডাকা হয়েছে। বিসিসিআই সূত্রের খবর অনুযায়ী, বোর্ডের এথিক্স অফিসার ডি কে জৈন বুধবার রাতে রাহুল দ্রাবিড়কে চিঠি লিখে ১২ নভেম্বর হাজির হওয়ার কথা জানিয়েছেন।
অতীতে রাহুল দ্রাবিড় জানিয়েছিলেন, তিনি ইন্ডিয়া সিমেন্টের চাকরি থেকে ছুটি নিয়েছেন এবং চেন্নাই সুপার কিংসের সঙ্গে তাঁর কোনও রকম লেনাদেনা নেই। প্রসঙ্গত, আইপিএল-এ চেন্নাই দলের মালিকানা রয়েছে ইন্ডিয়া সিমেন্টের। আর এতদিন সেই সংস্থারই ভাইস প্রেসিডেন্ট ছিলেন রাহুল।
উল্লেখ্য, সৌরভ গঙ্গোপাধ্যায় বোর্ড প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এই প্রথম স্বার্থের সংঘাত ইস্যুতে এথিক্স অফিসারের সম্মুখীন হতে হচ্ছে রাহুলকে। যদিও সৌরভ আগেই জানিয়েছেন, স্বার্থের সংঘাত ইস্যুতে জর্জরিত ভারতীয় বোর্ড। তাঁর প্রাথমিক কাজের মধ্যে স্বার্থের সংঘাত সমস্যাও যে অন্যতম একটি তা তিনি সাফ বুঝিয়েও দিয়েছেন। রাহুলের বিরুদ্ধে স্বার্থের সংঘাতের অভিযোগ আনার পর ক্ষুব্ধ সৌরভের প্রতিক্রিয়া ছিল, “ঈশ্বর ভারতীয় ক্রিকেটের মঙ্গল করুন”।