BCCI on Sunil Chhetri: ফুটবল ছেড়ে কি এবার ক্রিকেটে মনোনিবেশ করছেন সুনীল ছেত্রী?
BCCI on Sunil Chhetri: বিশ্ব ফুটবলেও বেশ সমীহ করা হয় সুনীল ছেত্রী (Sunil Chetri) নামটি। তবে পুরনো প্রেম বলে কথা। তাই এবার ফের ক্রিকেটের ব্যাট হাতে তুলে নিতে চাইছেন সুনীল ছেত্রী (Sunil Chetri)।
![BCCI on Sunil Chhetri: ফুটবল ছেড়ে কি এবার ক্রিকেটে মনোনিবেশ করছেন সুনীল ছেত্রী? BCCI Shares Video Of Football Captain Sunil Chhetri Taking Part In A Fielding Drill At National Cricket Academy BCCI on Sunil Chhetri: ফুটবল ছেড়ে কি এবার ক্রিকেটে মনোনিবেশ করছেন সুনীল ছেত্রী?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/09/d7b4339159e3f812867d6fdd3a3085f3_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
বেঙ্গালুরু: ক্রিকেটের প্রতি তাঁর মোহ ছোট থেকে ছিলই। কিন্তু নানা প্রতিকূলতায় শেষ পর্যন্ত ক্রিকেটকে বেছে নিতে পারেননি। শুরু করেছিলেন ফুটবলার হওয়ার প্রস্তুতি। বলাই বাহুল্য, বাকিটা ইতিহাস। শুধুমাত্র ভারতীয় ফুটবল গ্রহেই নয়, বিশ্ব ফুটবলেও বেশ সমীহ করা হয় সুনীল ছেত্রী নামটি। তবে পুরনো প্রেম বলে কথা। তাই এবার ফের ক্রিকেটের ব্যাট হাতে তুলে নিতে চাইছেন সুনীল ছেত্রী (Sunil Chetri)।
ন্যাশনাল ক্রিকেট অ্য়াকাডেমিতে সুনীল
আইপিএল চলছে। আর ক্রিকেটের এই ভরা মরসুমেই এবার ন্যাশনাল ক্রিকেট অ্য়াকাডেমিতে ফিল্ডিং চর্চা করতে দেখা গেল ছেত্রীকে। বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ক্রিকেটারদের সঙ্গে অনুশীলন করতে দেখা যায় সুনীলকে। সেই ভিডিও নিজেদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিসিসিআই। নিছকই মজা, বা ঘুরতে এসেছেন তেমন কিন্তু নয়। রীতিমতো ফিল্ডিং অনুশীলন করতে দেখা যায় ভারতের ফুটবল ক্যাপ্টেনকে। ভিভিএস লক্ষ্মণের সঙ্গে বসে গল্প করলেন। এনসিএতে উত্তর-পূর্ব রাজ্যগুলির এবং প্লেট দলগুলির ক্রিকেটাররাও ছিলেন। ভিভিএস লক্ষ্মণের উদ্যোগে তাঁদের উজ্জীবিত করতে সুনীল তাঁর ফুটবল জীবনের নানা অভিজ্ঞতার কথাও ওই ক্রিকেটারদের সঙ্গে ভাগ করে নেন। বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে যে উঠতি ক্রিকেটারদের সঙ্গে নিজের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন সুনীল ছেত্রী।
দেশের জার্সিতে এখনও পর্যন্ত একাধিক রেকর্ডের মালিক সুনীল ছেত্রী। ১২৫টি আন্তর্জাতিক ম্যাচ এখনও পর্যন্ত খেলেছেন সুনীল। ৭৪টি আন্তর্জাতিক গোল রয়েছে। আই লিগ ও আইএসএলেও তাঁর রয়েছে একাধিক নজির। আইএসএলে বেঙ্গালুরু এফসির হয়ে খেলছেন।
আইপিএলে কলকাতার নাম মুম্বই
আইপিএলে এখনও পর্যন্ত ১১টি ম্যাচ খেলেছে কলকাতা নাইট রাইডার্স। তার মধ্যে মাত্র ৪ ম্যাচে জিতে ৮ পয়েন্ট ঝুলিতে পুরেছে তারা। পয়েন্ট টেবিলে ৯ নম্বরে নেমে গিয়েছে শ্রেয়স আইয়ারের দল। অন্যদিকে মুম্বই ইন্ডিয়ান্স ১০ ম্যাচ খেলে ২টো ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে। যদিও তারা প্লে অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে অনেক আগেই। পয়েন্ট টেবিলের একদম তলানিতে রয়েছে রোহিত শর্মার দল।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)