Mayanti Langer Binny: শ্বশুর বোর্ড প্রেসিডেন্ট, বৌমা সঞ্চালক! চাওয়া হল জবাবদিহি
BCCI: স্বার্থের সংঘাতের অভিযোগ উঠল খোদ বোর্ড প্রেসিডেন্টের বিরুদ্ধে! সদ্য যিনি সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্থলাভিষিক্ত হয়েছেন।
মুম্বই: স্বার্থের সংঘাতের অভিযোগ উঠল খোদ বোর্ড প্রেসিডেন্টের (BCCI President) বিরুদ্ধে! সদ্য যিনি সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্থলাভিষিক্ত হয়েছেন।
ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি রজার বিনির কাছে স্বার্থের সংঘাতের নোটিশ পাঠিয়েছেন বোর্ডেরই এথিক্স অফিসার। সংবাদ সংস্থা পিটিআইয়ের খবর, তাঁর বিরুদ্ধে ওঠা স্বার্থের সংঘাতের অভিযোগের জন্য ২০ ডিসেম্বরের মধ্যে লিখিত জবাব দিতে হবে বিনিকে। অভিযোগকারী সঞ্জীব গুপ্তর কথায়, বিসিসিআই-এর সভাপতি রজার বিনির পুত্রবধূ মায়ান্তি ল্যাঙ্গার বিনি স্টার স্পোর্টসে কর্মরত। ভারতীয় ক্রিকেটের ঘরোয়া মরসুমের সম্প্রচার স্বত্ত্ব স্টার স্পোর্টসের হাতে।
পিটিআই-এক খবর, রজার বিনিকে নোটিশে বোর্ডের এথিক্স অফিসার বিনীত সরণ লিখেছেন, বিসিসিআই সংবিধানের ৩৮(২) লঙ্ঘনের একটি অভিযোগ পাওয়া গিয়েছে। ২০ ডিসেম্বরের মধ্যে জবাব দিতে হবে বিনিকে।
রজার বিনি ১৯৮৩ সালে বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সদস্য। গত অক্টোবরে প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্থলাভিষিক্ত হন বিসিসিআইয়ের ৩৬তম সভাপতি হিসাবে। ৬৭ বছর বয়সী বিনি ভারতের হয়ে টেস্ট এবং ওয়ান ডে খেলেছেন। ১৯৮৩ বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট (১৮) নিয়েছিলেন বিনি। তাঁর পুত্র প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার স্টুয়ার্ট বিনি।
ভারতের ম্যাচ পণ্ড
খলনায়ক বৃষ্টি। ভারত-নিউজিল্যান্ডের (Ind vs NZ) ওয়ান ডে সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে। তিন ম্যাচের সিরিজের দুই ম্যাচই বৃষ্টিতে পণ্ড হল। প্রথম ওয়ান ডে জেতায় সিরিজ জিতে নিল নিউজিল্যান্ড।
সিরিজ বাঁচানোর ম্যাচে প্রথমে ব্যাট করে মাত্র ২১৯ রানে অল আউট হয়ে যায় ভারত। নিউজিল্য়ান্ডের সামনে জয়ের জন্য ২২০ রানের লক্ষ্য দিয়ে। কিউয়ি বোলারদের সামনে ভারতীয় ব্যাটিংকে টানেন একমাত্র ওয়াশিংটন সুন্দর ও শ্রেয়স আইয়ার।
টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই নিউজিল্যান্ড সফরে গিয়েছে ভারতীয় দল। সেখানে কেন উইলিয়ামসনদের বিরুদ্ধে টি-টোয়েন্টি ও ওয়ান ডে সিরিজ খেলছে ভারত। টি-টোয়েন্টি সিরিজ জিতেও নিয়েছে টিম ইন্ডিয়া। তবে ওয়ান ডে সিরিজে চাপে ছিল ভারত। প্রথম ম্যাচে ৭ উইকেটে হেরে গিয়েছিল ভারত। দ্বিতীয় ওয়ান ডে বৃষ্টিতে ভেস্তে যায়। সিরিজ হাতছাড়া হওয়া আটকাতে বুধবার তৃতীয় ওয়ান ডে ম্য়াচে জিততেই হতো ভারতকে।
আরও পড়ুন: দুরন্ত ব়্যাশফোর্ড, গোল ফডেনেরও, ওয়েলশকে ৩-০ উড়িয়ে নক আউটে ইংল্যান্ড