England vs Wales: দুরন্ত ব়্যাশফোর্ড, গোল ফডেনেরও, ওয়েলশকে ৩-০ উড়িয়ে নক আউটে ইংল্যান্ড
Qatar 2022: টুর্নামেন্টের শুরু থেকেই কাপ জয়ের অন্যতম দাবিদার মনে করা হচ্ছিল ইংল্যান্ডকে। কেন, তার প্রমাণ দিলেন হ্যারি কেনরা। গ্যারেথ বেলের ওয়েলশকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে নক আউটে পৌঁছে গেল ইংল্যান্ড।
দোহা: টুর্নামেন্টের শুরু থেকেই কাপ জয়ের অন্যতম দাবিদার মনে করা হচ্ছিল ইংল্যান্ডকে। কেন, তার প্রমাণ দিলেন হ্যারি কেনরা। গ্যারেথ বেলের ওয়েলশকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে নক আউটে পৌঁছে গেল ইংল্যান্ড।
বিশ্ব ফুটবলে ওয়েলশ পরিচিত 'ড্রাগন' নামে। আর ইংল্যান্ড দলকে বলা হয় 'থ্রি লায়ন্স'। ভারতীয় সময় মঙ্গলবার মাঝরাতের ম্য়াচে অবশ্য থ্রি লায়ন্সের সামনে দাঁড়াতেই পারল না ড্রাগনরা। গ্যারেথ সাউথগেটের দল ৩-০ গোলে ম্যাচ জিতল। মন ভালো করা ফুটবল উপহার দিল ইংল্যান্ড। ওয়েলশকে পাঁচ গোলও দিতে পারতেন হ্যারি কেনরা।
ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও তা কাজে লাগাতে পারেনি ইংল্যান্ড। তবে দ্বিতীয়ার্ধে ওয়েলশকে কার্যত গোলের মালা পরিয়ে দিল ইংল্যান্ড। ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপ বি-র শীর্ষে থেকে শেষ ষোলোয় গেল ইংল্যান্ড।
গ্যারেথ বেলদের বিরুদ্ধে প্রথম থেকেই মার্কাস ব়্যাশফোর্ডকে খেলালেন ব্রিটিশ কোচ সাউথগেট। সঙ্গে জুড়ে দিলেন ফিল ফডেনকে। ফডেনকে প্রথম দুই ম্যাচে না খেলানোয় বিস্তর সমালোচনা হয়েছিল। এদিন দলের সেরা অস্ত্রকে খেলালেন সাউথগেট। ম্যাচের ৪৬ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন বেল আর তার ঠিক চার মিনিট পর তাঁর দল প্রথম গোল হজম করে। ২০ গজ দূর থেকে ব়্যাশফোর্ড ফ্রি কিক নেন। তাঁর দুরন্ত শট জড়িয়ে যায় জালে। ১-০ এগিয়ে যায় ইংল্যান্ড। চলতি টুর্নামেন্টে এই প্রথম সরাসরি ফ্রি কিকে গোল পেল কোনও দল। এই গোলের পরেই ইংল্যান্ড আরও গোলের জন্য মরিয়া হয়ে ওঠে। আক্রমণে তোলে ঝড়।
পাল্টা লড়াই করার চেষ্টা করেছিল ওয়েলশ। কিন্তু এক মিনিটের মধ্যে আবার গোল খেয়ে বসে। ফডেনকে গোলের ঠিকানা লেখা বল বাড়ান হ্যারি কেন। ম্যান সিটির তারকা গোল করতে ভুল করেননি।
ম্যাচের ৬৬ মিনিটে ব়্যাশফোর্ড আবার গোল করেন। ফিলিপসের থেকে পাওয়া বল ধরে জোরাল শটে স্কোরলাইন ৩-০ করেন ম্যান ইউ তারকা। বিশ্বকাপের আসরে ইংল্যান্ড দলের শততম গোল হয়ে গেল।
গ্রুপ বি-র এক নম্বর দল হিসাবে পরের রাউন্ডে গেল ইংল্যান্ড। শেষ ষোলোয় সেনেগালের বিরুদ্ধে খেলবেন হ্যারি কেনরা। এই গ্রুপের অন্য ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্র ১-০ হারিয়েছে ইরানকে। ম্যাচের ৩৮ মিনিটে ক্রিশ্চিয়ান পুলিসিচের একমাত্র গোলই ম্যাচের ভাগ্য লিখে দেয়। আর কোনও দল কোনও গোল করতে পারেনি। শেষ ষোলোয় ডেনমার্কের সামনে মার্কিন যুক্তরাষ্ট্র।
আরও পড়ুন: নক আউটে নেদারল্যান্ডস, সেনেগাল, বাকি দলগুলি নিজেদের গ্রুপে কত নম্বরে রয়েছে?