এক্সপ্লোর
কাজান এরিনায় স্বপ্নভঙ্গ ব্রাজিলের, ২-১ গোলে জিতে সেমিফাইনালে বেলজিয়াম
কাজান এরিনা: ডি ব্রিউন , কুর্তোয়াঁ, লুকাকুদের দুরন্ত ফুটবল। ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ চারে জায়গা করে নিল বেলজিয়াম। ১৯৮৬-র পর প্রথমবার বিশ্বকাপের সেমিফাইনালে। রাশিয়া বিশ্বকাপের কালোঘোড়াদের সামনে এবার ফ্রান্স।
কাজানে শুরুটা দুরন্তভাবে করেছিলেন নেইমাররা। একের পর এক আক্রমণ ধেয়ে আসে বেলজিয়াম ডিফেন্সে। কিন্তু খেলার প্রায় বিপরীত স্রোতে গোল পেয়ে যায় বেলজিয়াম। এডেন অ্যাজারের কর্নার বিপন্মুক্ত করতে গিয়ে নিজের গোলেই বল ঢুকিয়ে দেন কার্লোস ফের্নান্দিনহো লুইস রোসা।এরপর কেভিন ডি ব্রিউন দুরন্ত শটে ব্যবধান বাড়িয়ে দেন। প্রথমার্ধেই ২-০ গোলে পিছিয়ে পড়ে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন।
দ্বিতীয়ার্ধে গোল শোধের আপ্রাণ চেষ্টা করে ব্রাজিল। বেশ কয়েকটি গোলের সুযোগও তৈরি হয়। প্রতি আক্রমণে বেলজিয়ামও কয়েকবার গোল করার মতো পরিস্থিতি তৈরি করে। এরইমধ্যে রেনাটো অগস্টোর গোলে ব্রাজিল ব্যবধান কমাতে আশার আলো জেগেছিল সমর্থকদের মধ্যে। কিন্তু বেলজিয়ামের ডিফেন্স ও গোলরক্ষকের দৃঢ়তা দেখান।এরইমধ্যে একাধিক সুযোগ নষ্টও করে ব্রাজিল। ফলে তারা গোল শোধ করতে পারেনি।
গত ১৫ ম্যাচে অপরাজিত ব্রাজিল কোয়ার্টার ফাইনালে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিল। ছয়বার বিশ্বকাপ জয়ের স্বপ্নভঙ্গ হল সাম্বা ব্রিগেডের।
গতকাল কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে উরুগুয়েকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে পৌঁছয় ফ্রান্স। এবারের বিশ্বকাপে এর আগে কোনও গোল খায়নি উরুগুয়ে। কিন্তু ফ্রান্সের বিরুদ্ধে দূর্ভেদ্য রইল না গডিনদের ডিফেন্স। ফ্রান্সের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিল সুয়ারেজের দল।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
শিক্ষা
Advertisement