এক্সপ্লোর
রঞ্জিতে পঞ্জাবের বিরুদ্ধে দুরন্ত জয় বাংলার

বিলাসপুর: যুবরাজ সিংহের পঞ্জাবকে ১১৫ রানে হারিয়ে এবারের রঞ্জি ট্রফিতে প্রথম জয় পেল বাংলা। এই ম্যাচে সরাসরি জিতে দু ম্যাচের পর ৯ পয়েন্ট নিয়ে ভাল জায়গায় মনোজ তিওয়ারির দল। আজ ম্যাচের শেষ দিনে বাংলার দ্বিতীয় ইনিংস শেষ হয় ২২৬ রানে। ৯২ রান করেন অধিনায়ক মনোজ। তিনি নিশ্চিত শতরান হাতছাড়া করেন। প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে ৩৫৯ রানের লিড নেয় বাংলা। জিততে হলেন ৩৬০ করতে হবে, এই পরিস্থিতিতে খেলতে নেমে শুরুটা ভাল করে পঞ্জাব। মনন ভোরা ও জিওনজ্যোত সিংহের ওপেনিং পার্টনারশিপে ১০০ রান ওঠে। এরপরই শুরু হয় বঙ্গ-বোলারদের দাপট। পঞ্জাবের ব্যাটিং লাইনআপ দ্রুত কোণঠাসা হয়ে পড়ে। একদিকে অমিত কুইলা ও অন্যদিকে প্রজ্ঞান ওঝার দাপটে ২৪৪ রানেই শেষ হয়ে যায় পঞ্জাবের দ্বিতীয় ইনিংস। প্রথম ইনিংসে ৫ উইকেটের পর এবার ৩ উইকেট পান এই ম্যাচেই অভিষেক হওয়া অমিত কুইলা। প্রজ্ঞানের ঝুলিতে ৩ উইকেট। ২ উইকেট অশোক দিন্দার। বাংলার পরের ম্যাচ রেলওয়েজের বিরুদ্ধে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















