এক্সপ্লোর
ধোনির ঝাড়খণ্ডকে হারিয়ে বিজয় হাজারে ট্রফির ফাইনালে বাংলা

নয়াদিল্লি: গতকাল হোটেলে আগুন লাগার পর দলের সবাইকে নিয়ে নিরাপদে বাইরে চলে যেতে পেরেছিলেন মহেন্দ্র সিংহ ধোনি। এই ঘটনার জেরেই একদিন পিছিয়ে যায় বিজয় হাজারে ট্রফির সেমিফাইনাল। আগুনের গ্রাস থেকে বাঁচলেও, আজ বাংলার ব্যাটসম্যানদের তাণ্ডবের হাত থেকে ঝাড়খণ্ডকে রক্ষা করতে পারলেন না অধিনায়ক ধোনি। তিনি ব্যাট হাতে লড়াই করলেন বটে, কিন্তু বাংলার বিশাল রানের ধারেকাছে পৌঁছতে পারল না ঝাড়খণ্ড। ফলে সহজেই ৪১ রানে জিতে বিজয় হাজারে ট্রফির ফাইনালে পৌঁছে গেল বাংলা। এই ম্যাচের আগে বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারি ও কোচ সাইরাজ বাহুতুলের সঙ্গে স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করেছিলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। ভারতের অন্যতম সফল অধিনায়কের পরামর্শ পেয়ে উৎসাহিত হয়ে কোয়ার্টার ফাইনালের মতো এই ম্যাচেও প্রথমে ব্যাট করে বড় রান করে বাংলা। গতকাল ধোনি যাঁকে উৎসাহ দিয়েছিলেন, সেই শ্রীবৎস গোস্বামী (১০১) দুরন্ত শতরান করেন। অপর ওপেনার অভিমন্যু ঈশ্বরণও (১০১) শতরান করেন। দুই ওপেনারের অসাধারণ ইনিংসে বাংলার শুরুটা দারুণ হয়। এরপর মনোজও (৭৫) ভাল পারফরম্যান্স দেখান। নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেটে ৩২৯ রান করে বাংলা। রান তাড়া করতে নেমে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে ঝাড়খণ্ড। চার নম্বরে নামা সৌরভ তিওয়ারি (৪৮) ও ধোনি (৭০) ছাড়া লড়াই করেন ইশাঙ্ক জাগ্গি (৫৯)। বাকিরা কেউই বড় রান করতে পারেননি। ২৮৮ রানে অলআউট হয়ে যায় ঝাড়খণ্ড। অভিজ্ঞ বাঁ হাতি স্পিনার প্রজ্ঞান ওঝা ৫ উইকেট নেন। কণিষ্ক শেঠ ও সায়ন ঘোষ দুটি করে উইকেট নেন। একটি উইকেট পেয়েছেন অশোক দিন্দা।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















