Irani Trophy: অনবদ্য বাংলার মুকেশ, ইরানি ট্রফিতে ৯৮ রানে অল আউট সৌরাষ্ট্র
Irani Trophy: টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অবশিষ্ট ভারতের অধিনায়ক হনুমা বিহারি। তাঁর সিদ্ধান্তকে সঠিক প্রমাণিত করেই পরপর ২ উইকেট তুলে নেন মুকেশ।
রাজকোট: ইরানি ট্রফিতে দুরন্ত বোলিং বাংলার মুকেশ কুমারের। অবশিষ্ট একাদশের হয়ে খেলতে নেমে ৪ উইকেট তুলে নিলেন ডানহাতি এই পেসার। তাঁর পেসের দাপটেই সৌরাষ্ট্র মাত্র ৯৮ রানে অল আউট হয়ে গেল।
টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অবশিষ্ট ভারতের অধিনায়ক হনুমা বিহারি। তাঁর সিদ্ধান্তকে সঠিক প্রমাণিত করেই পরপর ২ উইকেট তুলে নেন মুকেশ। নিজের একই ওভারের পরপর ২ বলে হার্ভিক দেশাই ও চিরাগ জানিকে ফিরিয়ে দেন বাংলার এই পেসার। এরপর স্নেল পটেল ও শেলডন জ্যাকসনকেও ফিরিয়ে দেন তিনি। চেতেশ্বর পূজারা মাত্র ১ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। নিজের ১০ ওভারের স্পেলে ২৩ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন মুকেশ। আরেক তরুণ পেসার উমরান মালিক ৩ উইকেট নেন। লাল বলের ক্রিকেটে তিনি যে যোগ্য দাবিদার আন্তর্জাতিক মঞ্চে খেলার, তা অনেকদিন আগে থেকেই দাবি উঠছিল। আর সুযোগেই বাজিমাত করলেন মুকশ কুমার। নিউজিল্যান্ড এ দলের বিরুদ্ধে একাই তুলে নিয়েছিলেন ৫ উইকেট।
ঘরোয়া ক্রিকেটে গত কয়েক মরসুম ধরে ধারাবাহিকভাবে পারফর্ম করছেন। ২০১৯-২০ মরসুমে রঞ্জি ট্রফিতে ১০ ম্যাচে নিয়েছিলেন ৩২ উইকেট। বাংলাকে ফাইনালে তোলার নেপথ্যে ছিল তাঁর দুর্দান্ত কিছু স্পেল। পরের মরসুমে করোনার প্রকোপে স্থগিত ছিল রঞ্জি ট্রফি। গত মরসুমে টুর্নামেন্ট ফিরতেই ফের ছন্দে ডানহাতি পেসার। ৫ ম্যাচে নেন ২০ উইকেট। তবু বাংলার পেসার মুকেশ কুমার যেন নির্বাচকদের কাছে ব্রাত্যই ছিলেন। কাছাকাছি গিয়েও জাতীয় দলের দরজাটা যেন কিছুতেই খুলছিল না।
আজ ভারত -দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টি-টোয়েন্টি
আজ, রবিবারই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ (IND vs SA 2nd T20) খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। তার আগে শুক্রবারই গুয়াহাটিতে পৌঁছে গিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। শনিবার দিন কড়া অনুশীলনও সারলেন বিরাট কোহলি, সূর্যকুমার যাদবরা। পাশাপাশি অনুশীলনে এক অভিনব দৃশ্য দেখা গেল। উঠতি ক্রিকেটারদের সঙ্গে সময় কাটালেন ভারতীয় ক্রিকেট দলের কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)।
কখন শুরু ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচটি?
ভারতীয় সময় অনুযায়ী সন্ধ্যা ৭ টা নাগাদই ভারত-অস্ট্রেলিয়া ম্যাচটি অনুষ্ঠিত হবে। টস হওয়ার কথা তার আধ ঘণ্টা আগে অর্থাৎ সন্ধ্যা ৬.৩০টা নাগাদ।
কোথায় দেখা যাবে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচটি?
স্টার স্পোটর্স নেটওয়ার্কে দেখা যাবে এই ম্যাচটি
অনলাইনে কীভাবে দেখবেন এই ম্যাচ?
অনলাইনে হটস্টার অ্যাপে দর্শকরা ভারত-দক্ষিণ আফ্রিকা এই ম্য়াচটি দেখতে পারবেন