এক্সপ্লোর
Advertisement
পঞ্জাবের বিরুদ্ধে তিন পয়েন্ট নিশ্চিত বাংলার
বিলাসপুর: এবারের রঞ্জি ট্রফির প্রথম ম্যাচে উত্তরপ্রদেশের পর পঞ্জাবের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচেও প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে তিন পয়েন্ট নিশ্চিত করে ফেলল বাংলা। প্রথম ইনিংসে বাংলার ৪০৪ রানের জবাবে আজ ম্যাচের তৃতীয় দিনে ২৭১ রানেই শেষ হয়ে যায় পঞ্জাবের প্রথম ইনিংস। দিনের শেষে দ্বিতীয় ইনিংসে বাংলার রান ৫ উইকেটে ১৮২। বাংলা এখন এগিয়ে ৩১৫ রানে। আগামীকাল ম্যাচের শেষদিনে সরাসরি জয় পাওয়ার চেষ্টা করবেন মনোজ তিওয়ারিরা।
গতকাল দিনের শেষে ৪ উইকেটে ১৬৮ রান করেছিল পঞ্জাব। আজ সকালে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে যুবরাজ সিংহের দল। ২০৩ রানে ৮ উইকেট পড়ে যায়। সেই পরিস্থিতিতে রুখে দাঁড়ান গীতাংশ খেরা (৩৮) ও সন্দীপ শর্মা (অপরাজিত ৪৬)। এর ফলেই ২৭১ রানে পৌঁছয় পঞ্জাব। বাংলার হয়ে অভিজ্ঞ অশোক ডিন্ডা ও এই ম্যাচেই অভিষেক হওয়া তরুণ পেসার অমিত কুইলা পাঁচটি করে উইকেট নিয়েছেন। ডিন্ডা প্রথম শ্রেণির ম্যাচে ৩২০ উইকেট নিয়ে রণদেব বসুকে (৩১৭ উইকেট) টপকে গেলেন।
দ্বিতীয় ইনিংসে অভিমন্যু ঈশ্বরণ (২৫) ও সায়নশেখর মন্ডল (১৮) শুরুটা মন্দ করেননি। তবে সুদীপ চট্টোপাধ্যায় (৬), অগ্নিভ পান (১২) ব্যর্থ হন। পঙ্কজ শ ২৯ রান করেন। অধিনায়ক মনোজ দিনের শেষে ৬১ রানে অপরাজিত। তাঁর সঙ্গে ক্রিজে আছেন শ্রীবৎস গোস্বামী (২৩)।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
লাইফস্টাইল-এর
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement