(Source: ECI/ABP News/ABP Majha)
Table Tennis: কলকাতায় টেবিল টেনিসে হাড্ডাহাড্ডি লড়াই, চার বিভাগে আট চ্যাম্পিয়ন
TT: ফাইনালে হাজির হয়েছিলেন ভারতের অলিম্পিক্স টেবিল টেনিস দলের কোচ সৌরভ চক্রবর্তী, আইপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য অভিষেক ডালমিয়া ও প্রাক্তন ক্রিকেট প্রশাসক তথা কাউন্সিলর বিশ্বরূপ দে ।
কলকাতা: বেঙ্গল স্টেট টেবিল টেনিস সংস্থা (Bengal State Table Tennis Association) আয়োজিত রাজ্যের সেরা ১৬ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ আয়োজিত হয়ে গেল ওয়াইএমসিএ-তে । তিনদিনের টুর্নামেন্টে ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই হল । রাজ্যের তরুণ ও উঠতি প্যাডলাররা ফাইনালে সর্বস্ব দিয়ে ঝাঁপালেন । চারটি ক্যাটাগরিতেই হল সেয়ানে সেয়ানে টক্কর ।
অনূর্ধ্ব ১১, অনূর্ধ্ব ১৩, অনূর্ধ্ব ১৫ ও অনূর্ধ্ব ১৭ - এই চারটি বিভাগে প্রতিযোগিতা হল । ফাইনালে হাজির হয়েছিলেন ভারতের অলিম্পিক্স টেবিল টেনিস দলের কোচ সৌরভ চক্রবর্তী, আইপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য অভিষেক ডালমিয়া ও প্রাক্তন ক্রিকেট প্রশাসক তথা কাউন্সিলর বিশ্বরূপ দে ।
রাজ্যের উঠতি ও প্রতিভাবান টিটি প্লেয়াররা নিজেদের চেনানোর মঞ্চ পেলেন এই টুর্নামেন্টে । অনূর্ধ্ব ১৭ বিভাগে দক্ষিণ কলকাতার পুণিত বিশ্বাস (Punit Biswas from Dakshin Kolkata) প্রথম হলেন । একই বিভাগে মেয়েদের মধ্যে বিজয়ী দক্ষিণ কলকাতার অহনা সেনগুপ্ত (Ahana Sengupta from Dakshin Kolkata) ।
অনূর্ধ্ব ১৫ বিভাগে হাওড়ার আদিত্য দাস (Aditya Das from Howrah) খেতাব জিতেছে । একই বিভাগে মেয়েদের মধ্যে বিজয়ী উত্তর ২৪ পরগনার অণ্বেষা দাস (Aneswa Das from North 24 Parganas) ।
অনূর্ধ্ব ১১ বিভাগে উত্তর ২৪ পরগনার অরিভ দেব (Ariv Dutta from North 24 Parganas) চ্যাম্পিয়ন হয়েছে । একই বিভাগে মেয়েদের মধ্যে বিজয়ী উত্তর কলকাতার অক্ষিতা মাহাতো (Akshita Mahato from North Kolkata) ।
সব মিলিয়ে মোট পুরস্কার অর্থ ছিল ১ লক্ষ ৫৬ হাজার টাকা । বিজয়ীদের মধ্যে যা ভাগ করে দেওয়া হয় । উদ্যোক্তারা আশাবাদী, এই টুর্নামেন্ট থেকে ভবিষ্যতের তারকারা তৈরি হয়ে গেল ।
আরও পড়ুন: RG কর-এ নির্যাতিতার পরিবারের হাতে নিজের আন্তর্জাতিক পদক তুলে উদাহরণ তৈরি করলেন সুস্মিতা