Ranji Trophy: হাতে ৭ উইকেট, চাই আরও ১২৪ রান, শুক্রবার রঞ্জিতে অগ্নিপরীক্ষা বাংলার
BCCI: রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) কল্যাণীর বেঙ্গল ক্রিকেট অ্যাকাডেমির মাঠে বাংলা বনাম বঢোদরা ম্যাচের নাটকীয় পরিণতির অপেক্ষা।
কল্যাণী: রঞ্জি ট্রফিতে (Ranji Trophy) কল্যাণীর বেঙ্গল ক্রিকেট অ্যাকাডেমির মাঠে বাংলা বনাম বঢোদরা ম্যাচের নাটকীয় পরিণতির অপেক্ষা। শুক্রবার, ম্যাচের শেষ দিন বাংলার জয়ের জন্য চাই ১২৪ রান। হাতে রয়েছে ৭ উইকেট। শেষ হাসি কাদের জন্য তোলা রয়েছে?
বৃহস্পতিবার ম্যাচের নাটকীয় পট পরিবর্তন ঘটান বাংলার বোলাররা। বঢোদরার দ্বিতীয় ইনিংস মাত্র ৯৮ রানে শেষ করে দেয় বাংলা। মুকেশ কুমার চারটি ও ঈশান পোড়েল তিনটি উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে তৃতীয় দিনের শেষে বাংলার স্কোর ৫৩/৩। দিনের শেষ বলে আউট হয়েছেন অনুষ্টুপ মজুমদার। ৯ রান করে। ফিরে গিয়েছেন অভিষেক দাস (৭ রান), অভিমন্যু ঈশ্বরণও (৯ রান)। ক্রিজে রয়েছেন সুদীপ কুমার ঘরামি (২৮ ব্যাটিং)। রুদ্ধশ্বাস সমাপ্তি কি অপেক্ষা করে রয়েছে ম্যাচের?
প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে একেবারেই আশানুরুপ পারফরম্য়ান্স করেনি বাংলা (Bengal Cricket Team)। বঢোদরার ২৬৯ রানের জবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে বাংলা ১৯১ রানে অল আউট হয়ে যায়। একমাত্র রান পেয়েছিলেন অনুষ্টুপ মজুমদার। দ্বিতীয় ইনিংসে বঢোদরা ব্যাট করতে নেমে অবশ্য মাত্র ৯৮ রানে অল আউট হয়ে যায়। যার মূলে মুকেশ কুমার ও ঈশান পোড়েলের দুরন্ত বোলিং। একাই ৪ উইকেট তুলে নিলেন মুকেশ। ঈশানের ঝুলিতে ৩ উইকেট। বাংলার জয়ের জন্য় দরকার ১৭৭ রান।
প্রথম ইনিংসে এগিয়ে থেকে ব্যাট করতে নেমেছিল বঢোদরা। একমাত্র পি এ কুমার ছাড়া কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি। পি এ কুমার ৬২ রান করে অপরাজিত থাকেন। বঢোদরার অধিনায়ক বিষ্ণু সোলাঙ্কি মাত্র ৫ রান করেন।
বাংলার বোলারদের মধ্যে মুকেশ কুমার ১৪ ওভারে ৪৩ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন। অন্য়দিকে ঈশান পোড়েল ১১ ওভারে ২২ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন।
আরও পড়ুন: Exclusive: কলকাতায় আচমকা অসুস্থ দ্রাবিড়, রাতে টিমহোটেলেই পাঠানো হয় জরুরি ওষুধ