CAB Final: প্রথম ডিভিশন ক্রিকেট লিগের ফাইনালে কালীঘাটকে হারিয়ে চ্যাম্পিয়ন ভবানীপুর
bhawanipur club: এই নিয়ে গত চারবারের টুর্নামেন্টে তিনবারই চ্যাম্পিয়ন হল ভবানীপুর ক্লাব। এদিন অগ্নিভ ছাড়াও রান পান আমির গনি। তিনি ৯০ রান করেন। প্রদীপ্ত প্রামাণিকও ৬৪ বলে ৫১ রান করেন।
![CAB Final: প্রথম ডিভিশন ক্রিকেট লিগের ফাইনালে কালীঘাটকে হারিয়ে চ্যাম্পিয়ন ভবানীপুর bhawanipur club defeated kalighat in first division match to claim the title CAB Final: প্রথম ডিভিশন ক্রিকেট লিগের ফাইনালে কালীঘাটকে হারিয়ে চ্যাম্পিয়ন ভবানীপুর](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/03/cba3dfb573da01fb4849ccb71e1ccd85_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: কোচ হিসেবে আবার সাফল্য পেলেন আব্দুল মুনায়েম। সিএবি (Cab) প্রথম ডিভিশন (First Division) ক্রিকেট লিগ চ্যাম্পিয়ন হল ভবানীপুর ক্লাব (bhawanipur club)। ফাইনালে কালীঘাট ক্লাবকে হারিয়ে দেয় তারা। ইডেন গার্ডেন্সে হওয়া ম্যাচে প্রথমে ব্য়াট করে প্রথম ইনিংসে ২৮৪ রান বোর্ডে তুলে নেয় কালীঘাট। জবাবে ৫৫৫ রান করে ভবানীপুর ক্লাব। দুরন্ত ১৯৫ রানের ইনিংস খেলেন অগ্নিভ পান।
এই নিয়ে গত চারবারের টুর্নামেন্টে তিনবারই চ্যাম্পিয়ন হল ভবানীপুর ক্লাব। এদিন অগ্নিভ ছাড়াও রান পান আমির গনি। তিনি ৯০ রান করেন। প্রদীপ্ত প্রামাণিকও ৬৪ বলে ৫১ রান করেন। বল হাতে দুর্গেশ দুবে একাই ৪১ রান দিয়ে ৫ উইকেট তুলে নেন। অগ্নিভ ১৭টি বাউন্ডারি হাঁকান ও ১টি ওভার বাউন্ডারি হাঁকান। কালীঘাট দ্বিতীয় ইনিংসে ২ উইকেট হারিয়ে বোর্ডে ৪৩ তুলতেই ২ দলের অধিনায়কের সম্মতিতে খেলায় ইতি টেনে দেন আম্পায়ররা।
ভবানীপুর ক্লাবের কোচ আব্দুল মুনায়েম বলেন, ''দলের ছেলেরা দুর্দান্ত পারফর্ম করেছে। প্রত্যেক পরিশ্রমী, খেলার তাগিত রয়েছে সবার। প্রত্যেকে নিজের দায়িত্ব সম্পর্কে ওয়াকিবহাল। ফিটনেস এখনকার ক্রিকেটে একটা বিশাল বড় ইস্যু। এই দলের প্রত্যেকটা ছেলে নিজের ফিটনেস নিয়ে ভীষণ খেটেছে। আশা করি ভবিষ্যতেও এই ছন্দ ধরে রাখতে পারবে সবাই।''
উল্লেখ্য, অভিষেক রমন ও কৌশিক ঘোষ ভবানীপুর ক্লাবের হয়ে পুরো মরসুমেই দুর্দান্ত পারফর্ম করেছিলেন। কিন্তু ফাইনালে যদিও সেভাবে রান পাননি ২ জনে। কিন্তু তাতে দলের জয় আটকায়নি। বাকিদের মিলিত পারফরম্য়ান্সে দুর্দান্ত জয় ছিনিয়ে নেয় ভবানীপুর। রমন, কৌশিকরা বাংলা দলে খেলেছেন। প্রদীপ্তও রঞ্জি ট্রফিতে বাংলা দলের সদস্য ছিলেন। আশা করা যায় এই জয়ের পর ভবানীপুর ক্লাব থেকে আরও কয়েকজন প্রতিভাবান তরুণকে ভবিষ্যতে বাংলা দলের জার্সিতে খেলতে দেখা যাবে।
আরও পড়ুন: "বাবা-মায়েদের দৃষ্টিভঙ্গি বদলেছে, পুল্লেলা গোপীচন্দের সাফল্যকেও ছাপিয়ে যাক আগামী প্রজন্ম"
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)