Tom Curran: আইপিএলে খেলবেন কোহলিদের দলে, তবে অস্ট্রেলিয়ায় খেলতে গিয়ে বিপাকে ইংরেজ তারকা
BBL: সিডনি সিক্সার্সের হয়ে ৪ ম্যাচ খেলতে পারবেন না ইংরেজ অলরাউন্ডার।
সিডনি: চার ম্যাচ নির্বাসনের খাঁড়া ঝুলছে তাঁর ওপর। আম্পায়ারের দিকে তেড়ে যাওয়ার গুরুতর অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। তবে শাস্তির বিরুদ্ধে আবেদন করেছিল তাঁর দল।
টম কারানের (Tom Curran) শাস্তি কমানোর আবেদন নাকচ হয়ে গেল। সিডনি সিক্সার্সের হয়ে ৪ ম্যাচ খেলতে পারবেন না ইংরেজ অলরাউন্ডার। বিগ ব্যাশ লিগের জেনারেল ম্যানেজার অ্যালিস্টার ডবসন কড়া ভাষায় বলেছেন, 'আম্পায়াররা ক্রিকেটের বিরাট অংশ এবং মাঠে সব সময় তাঁদের সম্মান প্রাপ্য।'
আইপিএলে (IPL) দল পেয়েছেন তখনও ৪৮ ঘণ্টাও কাটেনি। ফাফ ডুপ্লেসি-বিরাট কোহলিদের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর কিনেছিল তাঁকে। তারই মাঝে বিতর্কে জড়িয়েছিলেন ইংরেজ ক্রিকেটার। গুরুতর অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। একেবারে চার ম্যাচ নির্বাসিত হয়েছিলেন! ইংল্যান্ডের অলরাউন্ডার টম কারানকে (Tom Curran) বিগ ব্যাশ লিগের (BBL) চার ম্যাচে নির্বাসিত করা হয়েছিল। মাঠে আম্পায়ারকে ভয় দেখানোর অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। তবে বিগ ব্যাশ লিগে তিনি যে দলের হয়ে খেলেন, সেই সিডনি সিক্সার্স এই শাস্তির বিরুদ্ধে আবেদন করেছিল।
ক্রিকেট অস্ট্রেলিয়ার আচরণবিধির লেভেল থ্রি ভেঙেছেন কারান। লনসেস্টনে সিডনি সিক্সার্স বনাম হোবার্ট হারিকেনস ম্যাচের আগের ঘটনা। ১১ ডিসেম্বর ছিল সেই ম্যাচ। ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, ম্যাচের আগে ওয়ার্ম আপের সময় রান আপ নিচ্ছিলেন কারান। এবং দৌড়ে ঢুকে পড়ছিলেন পিচের বিপজ্জনক জায়গায়। সেই সময়ই মৌখিকভাবে তাঁকে নিষেধ করেন আম্পায়ার। ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, তারপরেও শোনেননি কারান। তিনি পিচের অন্য প্রান্তে গিয়ে একইরকম রান আপ নিতে শুরু করেন। এবং ফের পিচের মধ্যে ঢুকে যান। যাতে করে আম্পায়ার বাধ্য হন স্টাম্পের পিছনে দাঁড়িয়ে পড়তে। যাতে কারানকে বাধা দেওয়া যায়।
ক্রিকেট অস্ট্রেলিয়া বিবৃতি দিয়ে জানিয়েছে, আম্পায়ার কারানকে পিচ থেকে সরে যেতে বলেন। কিন্তু ফুটেজে দেখা গিয়েছে, কারানই পাল্টা আম্পায়ারকে সরে যেতে বলেন। সিএ বিবৃতিতে লিখেছে, 'কারান তারপর প্র্যাক্টিস রান আপ ধরে দৌড়তে শুরু করেন। সোজাসুজি আম্পায়ারের দিকে দৌড়ে যান। যিনি বোলিং ক্রিজে কারানের মুখোমুখি দাঁড়িয়ে ছিলেন। কোনওমতে সংঘর্ষ এড়ান আম্পায়ার।'
কারানকে ৪ ম্যাচে নির্বাসিত করা হয়েছে। অ্যাডিলেড স্ট্রাইকার্স, মেলবোর্ন স্টার্স, সিডনি থান্ডার ও ব্রিসবেন হিটের বিরুদ্ধে ম্যাচে খেলতে পারবেন না তিনি।
আরও পড়ুন: প্রথম IPL-এ চ্যাম্পিয়ন, নিলাম থেকে কিনল মাত্র ৫ ক্রিকেটার, কেমন হল রাজস্থান রয়্যালস?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে