Hockey World Cup: হ্যামস্ট্রিংয়ে চোট, হকি বিশ্বকাপ থেকে কি ছিটকে গেলেন হার্দিক?
Hardik Singh Injury: সেই ম্যাচে ২-০ ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছিল মনপ্রীত, হরমনপ্রীতরা। গতকাল ইংল্যান্ডের বিরুদ্ধে গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে অবশ্য জয় পায়নি টিম ইন্ডিয়া।
গুয়াহাটি: হকি বিশ্বকাপে এখনও পর্যন্ত ২টো ম্যাচ খেলেছে ভারতীয় দল (Indian Hockey Team)। এরই মধ্যে বড় ধাক্কা। চোটের জন্য টুর্নামেন্ট থেকে প্রায় ছিটকে গেলেন হার্দিক সিংহ (Hardik Singh)। হ্যামস্ট্রিংয়ে চোটের জন্য পুলে শেষ ম্যাচে ওয়েলসের বিরুদ্ধে পাওয়া যাবে না এই অ্যাটাকিং মিডফিল্ডারকে। চোটের হাল কেমন তা এখনও জানা যায়নি সেভাবে। সেক্ষেত্রে পুরো টুর্নামেন্ট থেকেও ছিটকে যেতে পারেন হার্দিক। যদি একান্তই টুর্নামেন্ট থেকে ছিটকে যান হার্দিক, তবে তাঁর পরিবর্ত হিসেবে দলে ঢুকে পড়বেন রাজকুমার পাল। তিনি ও যুগরাজ সিংহ ২ জন রিজার্ভ প্লেয়ার হকি বিশ্বকাপের জন্য।
উল্লেখ্য, স্পেনের বিরুদ্ধে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করেছিল ভারত। সেই ম্যাচে ২-০ ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছিল মনপ্রীত, হরমনপ্রীতরা। গতকাল ইংল্যান্ডের বিরুদ্ধে গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে অবশ্য জয় পায়নি টিম ইন্ডিয়া। ইংল্যান্ডের বিরুদ্ধে গোলশূন্য ড্র করেই সন্তুষ্ট থাকতে হল ভারতীয় হকি দলকে। এই ড্রয়ের ফলে ভারতের সরাসরি কোয়ার্টার ফাইনালে পৌঁছনোর পথ আরও কঠিন হল। গতকাল ম্যাচের শুরুটা দুই দলই তুলনামূলক মন্থরভাবে করে। প্রথম কোয়ার্টারে কোনও দলই গোলের বড় সুযোগ তৈরি করতে পারেনি। তবে ম্যাচ যত এগোয়, ততই আক্রমণের ঝাঁঝ বাড়ে। তাতেও অবশ্য লাভের লাভ কিছু হয়নি। বল দখলের লড়াইয়ে এদিন ইংল্যান্ড কিছুটা এগিয়েই ছিল বটে। অপরদিকে, গ্রাহাম রিডের ভারতীয় দল প্রতিআক্রমণে ইংল্যান্ডের বিরুদ্ধে গোল করার পথ খুঁজছিল। তবে দুই দলেরই জমাট রক্ষণের বিরুদ্ধে দলের স্ট্রাইকাররা বারংবার আটকে যান।
প্রয়োজন বড় জয়
প্রতিটি গ্রুপের শীর্ষে থাকা দলই সরাসরি কোয়ার্টার ফাইনালে পৌঁছবে, দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা দলকে প্রি-কোয়ার্টার ফাইনাল ম্যাচ জিতেই শেষ আটে পৌঁছতে হবে। এই ড্রয়ের ফলে যে হরমনপ্রীতদের চাপ বাড়ল, তা বলাই বাহুল্য। গ্রুপের শীর্ষস্থান দখলের উদ্দেশে ১৯ জানুয়ারি লিগ পর্বের শেষ ম্যাচ ওয়েলশের বিরুদ্ধে খেলতে নামবে ভারত। গ্রুপ শীর্ষে থাকতে হলে সেই ম্যাচে ভারতের বড় ব্যবধানে জয় আবশ্যক। অবশ্য ইংল্যান্ড স্পেনের বিরুদ্ধে ম্যাচ জিততে ব্যর্থ হলেও কিন্তু গ্রুপ শীর্ষে থেকে ভারতীয় দল কোয়ার্টার ফাইনালে পৌঁছে যেতে পারে।
আরও পড়ুন: নতুন বলে উইকেট তুলছে, বল পুরনো হলেও ভয়ঙ্কর, সিরাজকে দেখে আপ্লুত কাইফ