এক্সপ্লোর
Advertisement
২০০ মিটারের হিটে ১৫ নম্বরে বোল্ট
রিও ডি জেনেইরো: ১০০ মিটারে সোনা জয়ের পর ২০০ মিটারে নজর কাড়তে ব্যর্থ উসেইন বোল্ট৷ নিজের সেরা পারফরম্যান্সের ধারেকাছেও নেই৷ শুধু তাই নয়, হিটে ১৫ নম্বরে শেষ করে সেমিফাইনালের যোগ্যতা অর্জন করলেন৷
১০০ মিটারে সোনা জয়ের পর এবার বোল্টের লক্ষ্য ২০০ মিটারে সোনা জয়৷ কিন্তু শুরুটা ভাল হল না জামাইকান স্প্রিন্টারের৷ ২০০ মিটার হিটে প্রথম দশেই নেই বোল্ট৷ যুগ্মভাবে ১৫ নম্বরে শেষ করে সেমিফাইনালের যোগ্যতা অর্জন করলেন৷ নিজের রেকর্ডের ধারেকাছে এদিন ছিলেননা তিনি৷ ২০০ মিটার দৌড় তিনি শেষ করেন ২০ দশমিক দুই আট সেকেন্ডে৷ বোল্টের দাবি, এই খারাপ ফলের কারম, তাঁর প্রিয় ইভেন্টের আগ তিনি একটু টেনশনে ছিলেন৷ তবে পরের রাউন্ডে যাওয়ায় খুশি লাইটনিং বোল্ট৷
২০ দশমিক শূন্য নয় সেকেন্ডে দৌড় শেষ করে প্রথম হয়েছেন কানাডার আন্দ্রে ডি গ্র্যেস৷ বোল্টের স্বদেশীয় ইওহান ব্লেক হন তৃতীয়৷ তবে হিটে নিজের সেরাটা উজাড় না করে কি তুলে রাখলেন সেমিফাইনাল ও ফাইনালের জন্য? হিটে বোল্টের ফল দেখে রিও জুড়ে প্রশ্ন এটাই৷ যার উত্তর মিলবে আগামীকাল৷
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
লাইফস্টাইল-এর
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement