এক্সপ্লোর
Advertisement
গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল, শেষ ষোলোয় স্পেন, নাইজার
কোচি ও মারগাও: যুব বিশ্বকাপে সাম্বা-ম্যাজিক অব্যাহত। নাইজারকে ২-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নক-আউটে চলে গেল ব্রাজিল। শুক্রবার শুরু থেকেই ফতোরদার জওহরলাল নেহরু স্টেডিয়ামে দাপট ছিল সেলেকাও ব্রিগেডের। যার কোনও জবাব ছিল না নাইজারের কাছে।
ব্রাজিলের প্রথম গোল আসে চার মিনিটের মাথায়। পলিনহোর অনবদ্য লো-ক্রস থেকে দুরন্ত গোল করেন লিঙ্কন। তারপর গোলের অসংখ্য সুযোগ তৈরি করেন পলিনহো, লিঙ্কন, ব্রেনাররা। কিন্তু তাঁরা লক্ষ্যভেদ করতে পারেননি। ফের গোল আসে ৩৪ মিনিটের মাথায়। ফ্রি-কিক থেকে গোল করেন ব্রেনার। তিনটি ম্যাচের তিনটিতেই জয়। ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নক আউটে এবারের খেতাবের অন্যতম দাবিদারেরা। নাইজার অবশ্য এই ম্যাচ হেরেও তৃতীয় সেরা দল হিসেবে পরের রাউন্ডে গেল।
কোচিতে গ্রুপ ডি-র অন্য ম্যাচে ফের দেখা গেল তিকিতাকা ফুটবলের ঝলক। উত্তর কোরিয়াকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলোর টিকিট চূড়ান্ত করে ফেলল স্পেন। শুক্রবার উত্তর কোরিয়ার বিরুদ্ধে শুরু থেকেই ঝড়ের গতিতে আক্রমণ ছিল স্প্যানিশ ফুটবলের প্রাথমিক ফুটবল স্ট্র্যাটেজি। ৪ মিনিটেই মহম্মদ মৌখলিসের গোলে এগিয়ে যায় স্পেন। এরপর স্ট্র্যাটেজি বদলে জমাট ডিফেন্স ও সুযোগ বুঝে কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবল শুরু করে উত্তর কোরিয়া। কিন্তু স্পেনের পাসিং ফুটবলের সামনে সেটা কাজে লাগেনি।
গোটা ম্যাচে স্পেনের বল পজেশন ছিল ৭১ শতাংশ। যার ফল স্প্যানিশ ফুটবলাররা পান ম্যাচের ৭১ মিনিটে। সিজারের গোলে ফের এগিয়ে যায় স্পেন। স্কোর লাইন স্পেনের পক্ষে ২-০ হলেও, ব্যাবধান আরও বাড়লেও অবাক হওয়ার কিছু ছিল না। বেশ কয়েকটি সহজ গোলের সুযোগ নষ্ট না হলে স্পেনের পক্ষে স্কোর লাইন হতে পারত ৪-০।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
ক্রিকেট
Advertisement