ট্রেন্টব্রিজ টেস্ট: বিধ্বংসী বুমরাহ, জয় থেকে ১ উইকেট দূরে ভারত
ট্রেন্টব্রিজ: জশপ্রীত বুমরাহর বিধ্বংসী বোলিংয়ের দৌলতে তৃতীয় টেস্টে জয়ের দোরগোড়ায় ভারত। চতুর্থ দিনের শেষে ইংল্যান্ডের স্কোর ৯ উইকেটের বিনিময়ে ৩১১। ট্রেন্টব্রিজ টেস্ট জিততে ভারতের প্রয়োজন এক উইকেট। ইংল্যান্ডকে করতে হবে ২১০ রান। বুধবার পঞ্চম দিন। ফলে, ভারতের জয় স্রেফ সময়ের অপেক্ষা মাত্র বলা যেতেই পারে। চোট সারিয়ে তৃতীয় টেস্ট প্রথম একাদশে ঢোকেন বুমরাহ। দ্বিতীয় ইনিংসে ২৯ ওভারে ৮৫ রানের বিনিময়ে তুলে নেন বিপক্ষের পাঁছ উইকেট। এদিন বুমরাহ বেশি বিধ্বংসী ছিলেন দ্বিতীয় নতুন বলে। এর আগে, জোস বাটলার ও বেন স্টোকস ইংল্যান্ডের হয়ে দাঁতে দাঁত চেপে লড়াই চালান। বাটলার শতরান (১০৬) সম্পন্ন করেন। তিনি ১৭৬ বল খেলেন। মারেন ২১টি চার। অন্যদিকে, ১৮৭ বল খেলে স্টোকস করেন ৬২। দুজনে মিলে ৫৭.২ ওভার ব্যাট করেন। পার্টনারশিপে ওঠে ১৬৯ রান। কিন্তু, অধিনায়ক বিরাট কোহনি দ্বিতীয় নতুন বল বুমরাহর হাতে তুলে দিতেই খেলার মোড় ঘুরে যায়। পরপর দুটি বলে বাটলার ও বেয়ারস্টোকে ফিরিয়ে দেন বুমরাহ। এরপর ক্রিস ওকস ও স্টুয়ার্ট ব্রডকেও তুলে নেন তিনি। প্রথমদিকে রুটকে আউট করেছিলেন বুমরাহ। পাশাপাশি, ইশান্ত শর্মা নেন ২টি উইকেট। একটি করে উইকেট পান হার্দিক পাণ্ড্য ও মহম্মদ শামি।