Durand Cup: ডুরান্ড কাপের শেষ আটে কি পৌঁছতে পারবে মোহনবাগান? কী বলছে অঙ্ক?
Durand Cup 2023: ডুরান্ডের নিয়ম অনুযায়ী,ছ’টি গ্রুপে যারা দ্বিতীয় স্থানে থাকবে, তাদের মধ্যে থেকে সেরা দুই দলও কোয়ার্টার ফাইনালে ওঠার ছাড়পত্র পাবে।
কলকাতা: ডুরান্ড কাপের (Durand Cup 2023) কোয়ার্টার ফাইনালে উঠে পড়েছে ইস্টবেঙ্গল এফসি (Emami East Bengal FC)। গত বুধবার কিশোরভারতী স্টেডিয়ামে পাঞ্জাব এফসি-কে ১-০-য় হারিয়ে গ্রুপ এ-র সেরা দল হিসেবে এই ঐতিহ্যবাহী টুর্নামেন্টের শেষ আটে পৌঁছে গিয়েছে তারা। তারা উঠে গেলেও মোহনবাগান সুপার জায়ান্টের ডুরান্ড ভাগ্য কিন্তু এখনও ঝুলে রয়েছে। উল্লেখ্য, ডার্বিতেও লাল হলুদ শিবিরের কাছে হারতে হয়েছিল সবুজ মেরুন ব্রিগেডকে।
যেহেতু একই গ্রুপে রয়েছে কলকাতার দুই চিরপ্রতিদ্বন্দী ক্লাব এবং নিয়ম অনুযায়ী ছ’টি গ্রুপের প্রতিটি থেকে এক নম্বর দলই শেষ আটে পৌঁছবে, তাই এই গ্রুপ থেকে ইস্টবেঙ্গল সেখানে পৌঁছে যাওয়ায় মোহনবাগান পড়ে গিয়েছে অনিশ্চয়তার মধ্যে। এখন সবুজ-মেরুন সমর্থকদের প্রশ্ন, তাদের প্রিয় দল কি কোয়ার্টার ফাইনালে উঠতে পারবে?
ডুরান্ডের নিয়ম অনুযায়ী,ছ’টি গ্রুপে যারা দ্বিতীয় স্থানে থাকবে, তাদের মধ্যে থেকে সেরা দুই দলও কোয়ার্টার ফাইনালে ওঠার ছাড়পত্র পাবে। মোহনবাগান যেহেতু ‘এ’ গ্রুপেরদ্বিতীয় সেরা দল, তাই তাদের সম্ভাবনা এখনও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কারণ, তাদের গোলপার্থক্য যথেষ্ট ভাল, ৬। দ্বিতীয় দলগুলির মধ্যে থেকে দুই সেরা বাছাইয়ের ক্ষেত্রে যা সবচেয়ে জরুরি।
এখন তাদের তাকিয়ে থাকতে হবে অন্য পাঁচ গ্রুপের দিকে। সেই গ্রুপগুলির দ্বিতীয় সেরা দলগুলির অবস্থা কী দাঁড়াবে, তার ওপর নির্ভর করবে সবুজ-মেরুন বাহিনীর ডুরান্ড কোয়ার্টারে খেলা বা না খেলা।‘এ’ গ্রুপের খেলা শেষ হয়ে গেলেও বাকি গ্রুপগুলির খেলা এখনও চলছে।
ইস্টবেঙ্গল এফসি ছাড়াও এফসি গোয়া, চেন্নাইন এফসি, মুম্বই সিটি এফসি ও গোকুলাম কেরালা এফসি, শেষ আটে নিজেদের জায়গা পাকা করেছে এবং বাংলাদেশ সেনাবাহিনী, পাঞ্জাব এফসি, ভারতীয় নৌসেনা দল, ডাউনটাউন হিরোজ, দিল্লি এফসি, বোড়োল্যান্ড এফসি, ওডিশা এফসি ও শিলং লাজং এফসি টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। কোয়ার্টার ফাইনালের বাকি তিনটি জায়গা দখল করার লড়াই এখনও চলছে।
অঙ্কের হিসেব বলছে, আজ রবিবারই বোঝা যাবে মোহনবাগান সুপার জায়ান্ট চলতি ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে উঠতে পারবে কি না। কোয়ার্টার ফাইনালের শেষ তিনটি স্থানের মধ্যে একটি পাবে গ্রুপ ডি-র এক নম্বর দল ও বাকি দু’টিদ্বিতীয় স্থানাধিকারীদের মধ্যে সেরা দুই দল। শেষোক্ত দুই দলের মধ্যে মোহনবাগান থাকতে পারে তাদের দুর্দান্ত গোল পার্থ্যক্যের (৬) জন্য। যা দ্বিতীয় স্থানে থাকা আর কোনও দলেরই নেই।