এক্সপ্লোর
স্লো ওভার রেটের জন্য আর সাসপেনশনের মুখে পড়তে হবে না অধিনায়কদের: আইসিসি
স্লো ওভার রেটের জন্য এবার থেকে আর অধিনায়কদের সাসপেনশনের মুখে পড়তে হবে না। নির্দিষ্ট সময়ে ওভার শেষ করতে না পারলে শুধুমাত্র কোনও অধিনায়ককে শাস্তি না দিয়ে পুরো দলেরই জরিমানা হবে। আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকেই এই নিয়ম চালু হবে। আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি এই সিদ্ধান্ত নিয়েছে।
লন্ডন: স্লো ওভার রেটের জন্য এবার থেকে আর অধিনায়কদের সাসপেনশনের মুখে পড়তে হবে না। নির্দিষ্ট সময়ে ওভার শেষ করতে না পারলে শুধুমাত্র কোনও অধিনায়ককে শাস্তি না দিয়ে পুরো দলেরই জরিমানা হবে। আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকেই এই নিয়ম চালু হবে। আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি এই সিদ্ধান্ত নিয়েছে।
স্লো ওভার রেটের সমস্যায় লাগাম টানতে আইসিসি-র ক্রিকেট কমিটির সুপারিশ সংস্থার বোর্ডের বৈঠকে অনুমোদিত হয়েছে।
২০১৯ থেকে ২০২১ পর্যন্ত আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ চলবে। আগামী ১ আগস্ট অ্যাসেজ সিরিজ দিয়ে শুরু হচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপের।
আইসিসি এক বিবৃতিতে জানিয়েছে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে যদি কোনও দল প্রয়োজনীয় ওভার রেটের থেকে পিছিয়ে থাকে তাহলে ম্যাচের শেষে ওভার-পিছু দুই করে কম্পিটিশন পয়েন্ট কাটা যাবে।
এক্ষেত্রে স্লো ওভার রেটের জন্য অধিনায়কদের সাসপেনশনের ধারা অবলুপ্ত হচ্ছে। বারংবার ওভার-রেট সংক্রান্ত নিয়ম লঙ্ঘন করলে অধিনায়করা আর সাসপেনডেড হবেন না।
এর আগের নিয়মে এক বছরের মধ্যে কোনও দলের দুটি ম্যাচে স্লো ওভার রেট থাকলে ওই দলের অধিনায়ককে সাসপেনশনের মুখে পড়তে হত।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
মালদা
জেলার
ক্রিকেট
ফুটবল
Advertisement