এক্সপ্লোর
রস্টন চেসের অপরাজিত ৯৮, ঘুরে দাঁড়াল ওয়েস্ট ইন্ডিজ

ছবি সৌজন্যে ট্যুইটার
হায়দরাবাদ: রস্টন চেস ও অধিনায়ক জেসন হোল্ডারের দাপটে ভারতের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন শুরুতে চাপে পড়ে গিয়েও শেষপর্যন্ত ঘুরে দাঁড়াল ওয়েস্ট ইন্ডিজ। দিনের শেষে ক্যারিবিয়ানদের রান ৭ উইকেটে ২৯৫। হোল্ডার ৫২ রান করে আউট হয়ে গেলেও, ৯৮ রানে অপরাজিত চেস। দিনের শেষে তাঁর সঙ্গে ক্রিজে দেবেন্দ্র বিশু (২)।
আজ টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন হোল্ডার। তবে ক্যারিবিয়ানদের শুরুটা মোটেই ভাল হয়নি। লাঞ্চের আগেই ৮৬ রানে তিন উইকেট হারায় তারা। পরে ১১৩ রানের মধ্যে তাদের পাঁচ উইকেট পড়ে যায়। কুলদীপ যাদব এর মধ্যে তিনটি উইকেট নেন। একটি করে উইকেট রবিচন্দ্রন অশ্বিন ও উমেশ যাদব। এরইমধ্যে কিছুটা প্রতিরোধ গড়ে তুলেছিলেন শাই হোপ। কিন্ত লাঞ্চের আগে উমেশের বলে তিনি ৩৬ রান করে আউট হয়ে যান। পঞ্চম উইকেটের পতনের পর প্রথমে শেন ডাউরিচ (৩০) ও পরে হোল্ডারকে সঙ্গে নিয়ে দলের রান বাড়াতে থাকেন চেস। দিনের শেষে উমেশ ও কুলদীপ তিনটি করে এবং অশ্বিন একটি উইকেট নিয়েছেন।
এই টেস্টে মহম্মদ সামিকে বিশ্রাম দিয়ে শার্দুল ঠাকুরকে খেলানোর সিদ্ধান্ত নেয় ভারতীয় টিম ম্যানেজমেন্ট। কিন্তু অভিষেক ম্যাচে মাত্র ১.৪ ওভার বল করেই কুঁচকিতে চোট পেয়ে মাঠের বাইরে চলে যেতে হয় শার্দুলকে। ফলে ভারতের একজন বোলারের সংখ্যা কমে গিয়েছে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
