এক্সপ্লোর
‘চিকু...’ স্ট্যাম্প মাইকে ধরা পড়ল কোহলিকে ধোনির কিছু পরামর্শ

নয়াদিল্লি: মহেন্দ্র সিংহ ধোনির ক্রিকেট মস্তিষ্ক অত্যন্ত ক্ষুরধার। অধিনায়ক থাকার সময় মাঠে এমন কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তিনি নিয়েছেন, যা খেলার মোড়টাই পাল্টে দিয়েছে। কোন সময়ে তিনি কী সিদ্ধান্ত নেবেন, তার কোনও তার আগাম আন্দাজ করা খুবই কঠিন। সংবাদমাধ্যমের সঙ্গে খুব একটা কথা বলেন না তিনি। তাই ধোনির মাথায় কী ঘুরছে তা জানার একমাত্র মাধ্যম স্ট্যাম্প মাইক। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচ চলাকালে স্ট্যাম্প মাইক্রোফোনে তাঁর চিন্তাভাবনা ও পরামর্শের কয়েকটা ঝলক। কেদার যাদব যখন বোলিং করছিলেন তখন অধিনায়ক কোহলিকে বললেন ধোনি, ‘চিকু, দো-তিন জন কো ইধার ছোড় দে (চিকু, এখানে ২-৩ জন ফিল্ডার রাখ)’। ফিল্ডিংয়ে অদল-বদল করবেন কিনা, তাও কোহলিকে জিজ্ঞাসা করতে শোনা গেল ধোনিকে। বললেন, ‘চিকু, এক বল অউর রাখেগা (চিকু, এটা কি আর একটা বলের জন্য থাকবে)’। ‘এক বল যো পহেলে রাখা থা ম্যায় ক্যাচ কে লিয়ে (এক বল আগে ক্যাচের জন্য যে ফিল্ডিং রেখেছিলাম)’। উল্লেখ্য, সম্প্রতি একটি সাক্ষাত্কারে যজুবেন্দ্র চাহল বলেছিলেন যে, মাঠে ফিল্ডিং সাজানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন ধোনি। চাহল বলেছিলেন, ধোনিভাই এখনও আমাদের অধিনায়ক।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















