এক্সপ্লোর
Advertisement
লকডাউনেও চলছে বিরাটের শরীরচর্চা, ভিডিও পোস্ট করে লিখলেন, এবার কী করবেন আপনাদের ব্যাপার
বিরাট কোহলি লকডাউনেও নিজেকে সুপারফিট রাখতে বদ্ধপরিকর। তাই আবাসনের লনেই শরীরচর্চা করছেন জাতীয় দলের অধিনায়ক।
মুম্বই: লকডাউনে গৃহবন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন তিনি। তবে শরীরচর্চায় খামতি রাখেননি। যাতে মাঠে ফিরে ফিটনেসের জন্য সমস্যায় পড়তে না হয়। ফিটনেসে তাঁকে যে আইকন মনে করে তরুণ প্রজন্ম।
বিরাট কোহলি লকডাউনেও নিজেকে সুপারফিট রাখতে বদ্ধপরিকর। তাই আবাসনের লনেই শরীরচর্চা করছেন জাতীয় দলের অধিনায়ক। সেই ভিডিও তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন।
ভিডিওতে দেখা যাচ্ছে, বিরাট মুম্বইয়ে তাঁদের আবাসনের লনে স্প্রিন্ট দৌড়চ্ছেন। ভিডিওটি পোস্ট করে বিরাট লিখেছেন, ‘শরীরচর্চা করা শুধু পেশাগত কারণে প্রয়োজন নয়, এটা জীবনের অঙ্গ। আপনারা কী করবেন সেটা সম্পূর্ণ আপনাদেরই ওপর।’
লকডাউনে সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় বিরাট। দিনকয়েক আগেই একটি চ্যানেলের অনুষ্ঠানে বাচ্চাদের সঙ্গে কথাবার্তা বলছিলেন তিনি। সেখানে যোগ দেন যুজবেন্দ্র চাহালও। খুব মজাও করেন দুজনে মিলে। কোহলি সতীর্থ স্পিনারকে জানান যে, তাঁর টিকটক ভিডিওর কথা তিনি শুনেছেন। তারপরই চাহালকে কোহলি বলেন, ‘তোমার চুলের যা ছাঁট দেখছি, রাস্তায় কুকুররা না তাড়া করে! আমার কাছে চাহাল হল সবচেয়ে বড় জোকার। তারপরই যশপ্রীত বুমরাহ।’
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
ক্রিকেট
ক্রিকেট
খবর
Advertisement