এক্সপ্লোর
Advertisement
নয়া রেকর্ড, টি ২০ তে ছক্কার সেঞ্চুরির মালিক ক্রিস গেইল
লন্ডন: ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের একমাত্র টি ২০ ম্যাচে জিতল ওয়েস্ট ইন্ডিজ। আর এই ম্যাচে আরও একটি কৃতিত্বের পালক যোগ হল ক্রিস গেইলের মুকুটে।আন্তর্জাতিক টি ২০ তে ছক্কার সেঞ্চুরির মালিক হলেন তিনি। বিশ্বের প্রথম ব্যাটসম্যান হিসেবে এই রেকর্ডের মালিক হলেন এই ক্যারিবিয়ান ক্রিকেটার।
ডারহামে ওই ম্যাচে ইংল্যান্ড হারল ২১ রানে। ২১ বলে ৪৯ রান করেন গেইল। মারেন তিনটি বাউন্ডারি ও চারটি ওভার বাউন্ডারি। ইংল্যান্ডের বাঁহাতি সিমার ডেভিড উইলির বল বাউন্ডারির বাইরে পাঠয়ে ছক্কার সেঞ্চুরি করেন গেইল। ৫২ ম্যাচে ৪৯ ইনিংস খেলে ওই রেকর্ড গড়লেন তিনি।
টি ২০ তে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর তালিকায় গেইলের পরেই রয়েছেন ব্রেন্ডন ম্যাকুলাম (৯১), শেন ওয়াটসন (৮৩), ডেভিড ওয়ার্নার (৭৪) এবং শাহিদ আফ্রিদি (৭৩)।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৫২ টি টি ২০ ম্যাচে এ পর্যন্ত ১০৩ টি ছক্কা ও ১৩৪ টি চার মেরেছেন গেইল।
এছাড়াও টেস্টে ১০৩ টি ম্যাচে মেরেছেন ৯৬ টি ওভার বাউন্ডারি। একদিনের ক্রিকেটে ২৬৯ ম্যাচে তাঁর ছক্কার সংখ্যা ২৩৮।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement