Vaccine Maitri: করোনা ভ্যাকসিন পাঠানোয় মোদিকে কৃতজ্ঞতা ক্রিস গেলের
'ভ্যাকসিন মৈত্রী' প্রকল্পে জামাইকাকে ৫০ হাজার কোভিশিল্ড টিকা পাঠিয়েছে ভারত।
![Vaccine Maitri: করোনা ভ্যাকসিন পাঠানোয় মোদিকে কৃতজ্ঞতা ক্রিস গেলের Chris Gayle says thanks PM Modi for vaccine maitri initiative in Jamaica Vaccine Maitri: করোনা ভ্যাকসিন পাঠানোয় মোদিকে কৃতজ্ঞতা ক্রিস গেলের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/03/19/7caa0e8a1291ad89af801122aa1a6789_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: ‘ভ্যাকসিন মৈত্রী’ প্রকল্পে জামাইকায় করোনার টিকা পাঠানোর এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ভারতবর্ষকে কৃতজ্ঞকতা জানালেন ক্রিস গেল। ক্যারিবিয়ান তারকা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি ভিডিও বার্তায় বলেছেন, ‘শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী মোদি, ভারতের মানুষ, জামাইকায় করোনা ভ্যাকসিন পাঠানোর জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আমরা উচ্ছ্বসিত।’
সামনেই আইপিএল। পঞ্জাব কিংসের হয়ে টুর্নামেন্টে খেলবেন ইউনিভার্স বস। আর কয়েকদিনের মধ্যেই ভারতে পৌঁছে যাবেন তিনি। গেল বলেছেন, ‘ভারত, খুব শীঘ্রই দেখা হচ্ছে। আবারও ধন্যবাদ জানাই। অনেক ভালবাসা রইল।’
করোনার বিরুদ্ধে যুদ্ধে সহমর্মিতার দৃষ্টান্ত তৈরি করেছে ভারত। 'ভ্যাকসিন মৈত্রী' প্রকল্পে জামাইকাকে ৫০ হাজার কোভিশিল্ড টিকা পাঠিয়েছে ভারত। যা নিয়ে উচ্ছ্বসিত ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাইন্ডার আন্দ্রে রাসেলও। করোনা প্রতিষেধক পাওয়ায় ক্যারিবিয়ান তারকা ধন্যবাদ জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে।
জামাইকার ভারতীয় দূতাবাস কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলা ক্রিকেটারের ভিডিও ট্যুইটারে শেয়ার করেছে। রাসেল সেখানে বলেছেন, "আমি প্রধানমন্ত্রী মোদি ও ভারতীয় হাই কমিশনকে অনেক ধন্যবাদ জানাতে চাই। আমাদের দেশেও প্রতিষেধক এসে গিয়েছে। সত্যিই রোমাঞ্চিত। আমি দেখতে চাই যে, পৃথিবী আবার স্বাভাবিক হয়ে গিয়েছে। আগের মতো হয়ে গিয়েছে। জামাইকার মানুষ ভারতের এই উদ্যেগের প্রশংসা করছেন। ভারত-জামাইকা ভাই-ভাই। সবাই নিরাপদে থাকুন।"
এর আগে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের দেশগুলিতে টিকা পাঠানোর জন্যই ভারত এবং মোদির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ভিডিও পোস্ট করেছিলেন কিংবদন্তি ভিভ রিচার্ডস থেকে শুরু করে রিচি রিচার্ডসন, জিমি অ্যাডামস, রামনরেশ সারওয়ানদের মতো প্রাক্তন ক্রিকেটারেরা।
মলদ্বীপ, ভুটান, নেপাল ও বাংলাদেশ ছাড়াও ভারত করোনা টিকা সরবরাহ করেছে মায়ানমার ও সিশিলিসের মতো দেশগুলিতেও। এই ৬টি প্রতিবেশী দেশকেই বিনামূল্যে করোনা ভাইরাসের ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। বন্ধুত্বের নিদর্শন হিসেবে এসব ভ্যাকসিন বিতরণ করা হচ্ছে। গোটা বিশ্বেই ভারতের এই কাজ প্রশংসিত হয়েছে।
চলতি মাসের শুরুতেই ভারতের তরফে জামাইকায় মোট ৫০ হাজার ডোজ করোনার টিকা পাঠানো হয়েছে। যেটা হাতে পাওয়ার পরেই ট্যুইটারে মোদি সরকারকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন জামাইকার প্রধানমন্ত্রী অ্যান্ড্রু হলনেসও।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)