(Source: Poll of Polls)
Uttarakhand Brand Ambassador: উত্তরাখণ্ডের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন ঋষভ পন্থ
Rishabh Pant: একটি অতি সাধারণ ঘর থেকে উঠে এসে অদম্য ইচ্ছাশক্তি ও প্রতিভায় ভর করে বিশ্বক্রিকেটে নিজের নাম গড়ে তোলা পন্থ সকলের জন্যই অনুপ্রেরণা বলে মনে করেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী।
নয়াদিল্লি: খেলার মাঠে যে কোনও মুহূর্তে একাই ম্য়াচের রঙ বদলে দিতে পারেন। একাদমে একাধিক ম্যাচ ইতিমধ্যেই ভারতকে জিতিয়েছেনও। সেই ঋষভ পন্থই (Rishabh Pant) উত্তরাখণ্ডের ব্র্য়ান্ড অ্যাম্বাসাডর (Rishabh Pant Uttarakhand Brand Ambassador) নির্বাচিত হলেন।
অনুপ্ররণা পন্থ
বৃহস্পতিবার (১১ অগাস্ট) উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামি (Pushkar Singh Dhami) তারকা ভারতীয় ক্রিকেটারকে রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডর ঘোষিত করেন। দিল্লির হয়ে রঞ্জি ট্রফি তথা আইপিএল খেললেও, পন্থের জন্ম কিন্তু উত্তরাখণ্ডেই। তিনি হরিদ্বার জেলার রুরকি নামক স্থানে জন্মগ্রহণ করেছিলেন। দিল্লিতে উত্তরাখণ্ড সদনেই পন্থকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর করার এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়। একটি অতি সাধারণ ঘর থেকে উঠে এসে অদম্য ইচ্ছাশক্তি ও প্রতিভায় ভর করে বিশ্বক্রিকেটে নিজের নাম গড়ে তোলা পন্থ সকলের জন্যই অনুপ্রেরণা বলে মনে করেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী।
তিনি বলেন, 'ওঁ বিশ্বক্রিকেটে নিজের আলাদা একটা জায়গা তৈরি করে নিয়েছে। নিজের রাজ্য ও দেশকে, উভয়কেই গর্বিত করেছে ওঁ। ওঁকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর করায় তরুণ প্রজন্ম যারা ক্রীড়াজগতে নিজেদের পরিচয় গড়তে চান, তারা সকলেই উদ্বুদ্ধ হবে।' পুষ্পস্তবক দিয়ে পন্থকে এই অনুষ্ঠানে সংবর্ধনাও জানানো হয়। পন্থ এই সম্মান পাওয়ায় এবং উত্তরাখণ্ড রাজ্যের হয়ে কিছু করার সুযোগ পাওয়ায় পুষ্কর সিংহকে ধন্যবাদ জানাতে ভোলেননি। আপাতত কয়েকদিনের বিশ্রামেই থাকছেন পন্থ। জিম্বাবোয়ে সফরে তাঁকে খেলানোর বদলে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিসিসিআই নির্বাচকরা। ফলে সরাসরি এশিয়া কাপেই আবার পন্থকে ভারতীয় জার্সিতে খেলতে দেখা যাবে।
জিম্বাবোয়ে সফরে রাহুল
তবে পন্থ জিম্বাবোয়ে সফরে না খেললও, চোট সারিয়ে দলে ফিরেছেন কেএল রাহুল। তাঁকে অধিনায়কও নির্বাচত করা হয়। বৃহস্পতিবার বিসিসিআইয়ের পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়। তাতে জানানো হয়েছে যে, 'বিসিসিআইয়ের মেডিকেল টিম কে এল রাহুলকে সমস্তরকম পরীক্ষা নীরিক্ষা করেছে। তারা নিশ্চিতভাবে জানিয়েছে যে, জিম্বাবোয়ের বিরুদ্ধে আগামী তিন ম্যাচের একদিনের সিরিজে খেলার জন্য ফিট কে এল রাহুল। দ্য অল ইন্ডিয়া সিনিয়র সিলেকশন কমিটি তাঁকে অধিনায়ক হিসেবে নির্বাচিত করেছে। এবং শিখর ধবনকে ডেপুটি হিসেবে নির্বাচিত করা হয়েছে।'
আরও পড়ুন: শ্রীলঙ্কার দুর্দিনে এগিয়ে এলেন কামিন্স, ওয়ার্নাররা