Sri Lanka Crisis: শ্রীলঙ্কার দুর্দিনে এগিয়ে এলেন কামিন্স, ওয়ার্নাররা
Australia Cricket: কয়েকদিন আগেই শ্রীলঙ্কা সফরে গিয়েছিলেন প্যাট কামিন্স (Pat Cummins), অ্যারন ফিঞ্চরা। দ্বীপরাষ্ট্রের আর্থিক দুর্দিনে হয় ৩০ হাজার মার্কিন ডলার অনুদান দেওয়া হচ্ছে অজিদের তরফে।
সিডনি: বিগত বহুদিন ধরে ক্রমশই রাজনৈতিক অরাজকতায় নাজেহাল গোটা শ্রীলঙ্কা (,Sri Lanka economic crisis)। ভেঙে পড়েছ দেশের অর্থনীতি। এই দুর্দিনে শ্রীলঙ্কাপ পাশে দাঁড়ালেন অস্ট্রেলিার ক্রিকেট তারকারা।
শ্রীলঙ্কায় সিরিজ
কয়েকদিন আগেই শ্রীলঙ্কা সফরে গিয়েছিলেন প্যাট কামিন্স (Pat Cummins), অ্যারন ফিঞ্চরা। শ্রীলঙ্কার অরাজকতার মাঝেও সিরিজ বাতিল করেনি অস্ট্রেলিয়া। দেশের বেহাল দশাতেও দর্শকভর্তি মাঠে প্রবল সমর্থনের মাঝে অনুষ্ঠিত হয়ে দুই দলের সাদা ও লাল বলের সিরিজ। এমনকী শেষ ওয়ান ডেতে তো অস্ট্রেলিয়ার জার্সি পরে মাঠে উপস্থিত হয়ে তাদের ধন্যবাদ জানান বহু সমর্থক। বাদ যায়নি প্ল্যাকার্ডে অস্ট্রেলিয়াকে সিরিজ খেলার ধন্যবাদ জানিয়ে বিশেষ বার্তাও। এবার এই প্রবল সমর্থন ও আথিয়েতার প্রতিদান দেওয়ার পালা। সেই উদ্দেশ্যেই অস্ট্রেলিয়ান তারকারা শ্রীলঙ্কার শিশু তথা জনগণের জন্য নিজেদের তরফে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন।
Our Aussie men have donated their prize money from the recent tour of Sri Lanka to support children and families impacted by the nation's worst economic crisis in decades 💛 pic.twitter.com/XO3LaSGu7D
— Cricket Australia (@CricketAus) August 11, 2022
কামিন্সের মতামত
বৃহস্পতিবার (১১ অগাস্ট) ক্রিকেট অস্ট্রেলিয়ার (Cricket Australia) তরফে খোলায়ড়দের এই অবদানের কথা জানানো হয়েছে। ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে জানানো হয় ৩০ হাজার মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় ২৩ লাখ ৯০ হাজার টাকা প্রায়) শ্রীলঙ্কার এই আর্থিক দুর্দিনে দান করা হবে। এই অর্থ ইউনিসেফের ফান্ডে দান করা হবে, যার মাধ্যমে তা পৌঁছবে শ্রীলঙ্কায়। অজি টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স এই বিষয়ে কথা বলতে গিয়ে জানান, 'শ্রীলঙ্কানদের প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্য যে কতটা কষ্ট করতে হচ্ছিল, তা আমাদের সামনে খুবই স্পষ্টভাবে ধরা পড়ে।'
অস্ট্রেলিয়ার সিরিজ চলাকালীনই রাজধানী কলম্বোয় তুমুল বিক্ষোভ চালু হয়। মুদ্রাস্ফীতি তো হয়েইছে, পাশাপাশি দ্বীপরাষ্ট্রে এই সংকটকালে খাদ্য, বিদুৎ সরবরাহ, সবই ব্যাহত হয়েছে। ইউনাইটেড নেসন্সের তরফে লঙ্কায় মানবিক সঙ্কট ঘোষণা করা হয়েছে। জনতার রোষ এবং বিরোধের জেরে দেশের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি পদেও বদল হয়েছে। কামিন্সরা এই গোটা পরিস্থিতি একেবারেই সামনে থেকে পর্যবেক্ষণ করেছেন। তার পরেই তাঁরা এই সিদ্ধান্ত নেন। প্রসঙ্গত, এই রাজনৈতিক অস্থিরতার জেরে এশিয়া কাপ ও সরানো হয়েছে। শ্রীলঙ্কার বদলে ২৭ অগাস্ট থেকে আমিরশাহিতে শুরু হবে এশিয়া কাপ।
আরও পড়ুন: কমনওয়েলথ গেমস শেষে নিখোঁজ দুই পাকিস্তানি বক্সার