Commonwealth Games: আজ ঢাকে কাঠি, কমনয়েলথ গেমসের উদ্বোধনী অনুষ্ঠান কোথায় দেখবেন?
Commonwealth Games 2022: এই নিয়ে তৃতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করতে চলেছে ইংল্যান্ড। এবারের টুর্নামেন্টের অফিশিয়াল ম্যাসকট পেরি। যার ছবি বার্মিংহ্যামের রাস্তায় রাস্তায়।
বার্মিংহ্যাম: প্রতীক্ষার অবসান। আজ থেকে শুরু হতে চলেছে এবারের কমনওয়েলথ গেমস। ইংল্যান্ডের প্রাণশহর বার্মিংহ্যামে বসছে এই টুর্নামেন্টের আসর। সেজে উঠেছে গোটা শহর। কমনওয়েলথের বিজ্ঞাপনের বিলবোর্ড, ফেস্টুনে ছেয়ে গিয়েছে পুরো। এবারের কমনওয়েলথের অফিশিয়াল ম্যাসকট পেরি। যার ছবি দেখা যাচ্ছে বার্মিংহ্যামের রাস্তায় রাস্তায়। উল্লেখ্য, এই নিয়ে মোট ৩ বার কমনওয়েলথ গেমস আয়োজন করতে চলেছে ইংল্যান্ড। আজ উদ্বোধন হতে চলেছে টুর্নামেন্টের।
আজ উদ্বোধনী অনুষ্ঠান
আজ বার্মিংহ্য়াম কমনওয়েলথ গেমসের উদ্বোধনী অনুষ্ঠান
কোথায় এই উদ্বোধনী অনুষ্ঠান হবে
বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের উদ্বোধনী অনুষ্ঠানটি হবে এই শহরের আলেকজান্ডার স্টেডিয়ামে
কখন শুরু উদ্বোধনী অনুষ্ঠান?
ভারতীয় সময় অনুসারে রাত ১১.৩০-এ শুরু হবে এই উদ্বোধনী অনুষ্ঠান।
কোন চ্যানেলে দেখা যাবে?
কমনওয়েলথ গেমসের উদ্বোধনী অনুষ্ঠানটি দেখা যাবে সোনি টেন ওয়ান, টেন টু, টেন থ্রি, সোনি সিক্স, সোনি টেন ফোর চ্য়ানেলে। ভারতে ডিডি স্পোর্টসেও দেখা যাবে এই উদ্বোধনী অনুষ্ঠান
অনলাইনে কোথায় দেখা যাবে ম্যাচ?
সোনি লিভ অ্যাপেও এই অনুষ্ঠান দেখা যাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রিন্স চার্লস। এছাড়াও গোটা আলেকজান্ডার স্টেডিয়াম ভর্তি থাকবেন তিন হাজার দর্শকে। ভারতের হয়ে উদ্বোধনী অনুষ্ঠানে পতাকা বাহক হবেন পিভি সিন্ধু। এবার ভারত মোট ২১৫ জন অ্যাথলিটকে পাঠিয়েছে কমনওয়েলথ গেমসে। তবে টুর্নামেন্ট শুরুর ২ দিন আগেই একটা বিশাল ধাক্কা খেতে হয়েছে। চোটের জন্য টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন টোকিও অলিম্পিক্সে সোনাজয়ী নীরজ চোপড়া।
মোট ৭২টি দেশের প্রায় ৫ হাজার অ্যাথলিট এবারের কমনওয়েলথ গেমসে অংশ নিতে চলেছেন। ব্যাডমিন্টন, সুইমিং, অ্যাথলেটিক্স, বক্সিং, রেসলিং তো রয়েইছে। এবার প্রথমবারের মতো ক্রিকেটের সংযোজনও হয়েছে কমনওয়েলথ গেমসে। ভারতের মহিলা ক্রিকেট দল অংশ নেবে টুর্নামেন্টে। টুর্নামেন্টের ইতিহাসে প্রথমবার পুরুষদের মেডেল ইভেন্টের থেকে বেশি মহিলাদের মেডেল ইভেন্ট রয়েছে। এবার মোট ১৩৪টি পুরুষ মেডেল ইভেন্ট রয়েছে। অন্যদিকে মহিলাদের ইভেন্টে সংখ্যাটা ১৩৬।