এক্সপ্লোর
বিতর্ক হার্দিককে কেরিয়ারের নয়া উচ্চতায় পৌঁছে দিতে সাহায্য করতে পারে: কোহলি

মাউন্ট মাউনগানুই: এশিয়া কাপে চোট এবং তারপর টেলিভিশন শো-তে বিতর্কিত মন্তব্যের জন্য প্রায় পাঁচমাস মাঠের বাইরে থাকার পর সাড়াজাগানো প্রত্যাবর্তন ঘটল হার্দিক পান্ড্যর। নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি একদিনের সিরিজের তৃতীয় ম্যাচে ১০ ওভার বোলিং করে ৪৫ রান দিয়ে হার্দিক তুলে নিলেন ২ টি উইকেট। সেইসঙ্গে ধরলেন দুরন্ত একটি ক্যাচ। তৃতীয় ম্যাচে জয়ের পর অধিনায়ক বিরাট কোহলি হার্দিকের ভূয়সী প্রশংসা করলেন। ম্যাচের পর সাংবাদিক বৈঠকে কোহলি বলেছেন, হার্দিক দলে ফিরে আসায় আমি খুশি। ও এমন একজন খেলোয়াড় যে দলে ভারসাম্য এনে দেয়। আর ও যেভাবে বোলিং করল তার থেকে স্পষ্ট যে, নিজের দক্ষতা আরও বাড়াতে ও প্রচুর পরিশ্রম করেছে। মাঠে প্রয়োজনীয় বিষয়গুলির প্রতিই ও মনোযোগ দিয়েছে। বোর্ডের সাসপেনশন সাময়িক প্রত্যাহারের পর আজ প্রথম একাদশে সামিল করা হয় হার্দিককে। কোহলি বলেছেন, শুরু থেকেই হার্দিক অত্যন্ত সাবলীলভাবে বোলিং করেছে এবং উইকেট নিয়েছে। ওই সময়ে ওটাই গুরুত্বপূর্ণ ছিল। ও এমন খেলোয়াড় যে তিনটি বিভাগেই নিজের ভূমিকা রাখে এবং প্রত্যেক দলেরই এমন খেলোয়াড় দরকার হয়। ও দলে এলে বোলিং ও ব্যাটিংয়ে বেশ ভারসাম্য এসে যায়। সঠিক মানসিকতা নিয়েই ও টিমে এসেছে এবং আশা করছি ওর পারফরম্যান্স আরও উন্নত হবে। কোহলি বলেছেন, অতীত অধ্যায়কে দূরে সরিয়ে এখন আরও ভালো খেলোয়াড় হয়ে ওঠার সুযোগ হার্দিকের সামনে রয়েছে। অধিনায়ক বলেছেন, জীবনে যে কোনও পরিস্থিতিতে দুটি পথ বেছে নেওয়া যায়। হয় পুরোপুরি নিরাশার গভীরে তলি যাওয়া, নতুবা পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে সব কিছু সঠিক করার অনুপ্রেরণা সঞ্চয়। কোনও ক্রিকেটারের কাছে ক্রিকেটের থেকে ভালোবাসার বিষয় আর হয় না। এই খেলার প্রতিই সমস্ত শক্তি নিবেদন করলে এবং সম্মান করলে, খেলাও সম্মান ফিরিয়ে দেবে। কোহলি আরও বলেছেন, এরজন্য অতিরিক্ত কিছু করার দরকার নেই। কোনও ঘটনার পর ইতিবাচক মানসিকতা দেখাতে পারলে নতুন উচ্চতায় পৌঁছে যেতে পারে কেরিয়ার। অতীতে অনেক ক্রিকেটারদের সঙ্গেই এমনটা হয়েছে। আশি করছি সঠিক পথে গিয়ে হার্দিকও আরও ভালো ক্রিকেটার হয়ে উঠবে এবং আমি মনে করি ও এটা পারে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















