ম্যাঞ্চেস্টার: এবার ম্যান ইউ (manchester united) শিবিরে করোনা হানা। র্যাপিড টেস্টে ধরা পড়ল কোভিড (covid19)। আক্রান্ত বেশ কয়েকজন ফুটবলার ও সাপোর্ট স্টাফ। গ্রেট ব্রিটেন সরকারের নতুন নিয়ম অনুযায়ী ইপিএলে (epl) প্রত্যেকটি ম্যাচের পরে ফুটবলার এবং সাপোর্ট স্টাফদের কোভিড (covid19) পরীক্ষা আবশ্যিক। সেই মতোই রবিবার সকালে ম্যান ইউ ফুটবলারদের করোনার পরীক্ষা হয়। সেখানে কয়েকজন ফুটবলার এবং সাপোর্ট স্টাফের করোনা পরীক্ষার ফল পজ়িটিভ এসেছে। তাঁদেরকে যদিও কোয়ারেন্টিন করে দেওয়া হয়েছে। বাকিদের নিয়ে অনুশীলন শুরু হয়েছে। উল্লেখ্য শেষ নরউইচের বিরুদ্ধে খেলতে নেমেছিল ম্যান ইউ। যে ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর গোলে ম্যাচে জয় হাসিল করে নেয় রেড ডেভিলসরা। কিন্তু প্রশ্ন উঠছে সেই ম্যাচ খেলতে গিয়েই কি কোভিড আক্রান্ত হলেন নাকি ফুটবলাররা। তবে কারা কারা আক্রান্ত হয়েছে তা জানা যায়নি। ক্লাব বিবৃতি দিয়ে শুধু জানিয়েছে যে বাকিরা সবাই সুস্থ রয়েছেন। এর আগে গত সপ্তাহে টটেনহ্যাম হটস্পার দলেও কোভিড হানা দিয়েছিল। প্রথম দলের ৮ জন ফুটবলার ও ৫ জন সাপোর্ট স্টাফ করোনা আক্রান্ত হয়েছিলেন জার জন্য।
এদিকে, ওমিক্রন(Omicron ) ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বেগ বাড়ছে। অথচ দেশে দিন দিন মাস্ক পরার প্রবণতা কমছে। এনিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করছে বলে উদ্বেগপ্রকাশ করলেন নীতি আয়োগের সদস্য(স্বাস্থ্য) ভিকে পল(NITI Aayog member VK Paul)।
এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, মাস্ক ব্যবহারের প্রবণতা কমছে। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে, ভ্যাকসিন ও মাস্ক- দুই-ই গুরুত্বপূর্ণ। বিশ্বের সার্বিক পরিস্থিতি থেকে আমাদের শেখা উচিত। মাস্কের ব্যবহার কমে যাওয়া নিয়ে সতর্ক করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তাছাড়া বিশ্বজুড়ে ওমিক্রন সংক্রমণের পরিস্থিতিও উদ্বেগজনক। কাজেই এই সময়ে মাস্ক সরানো উচিত নয়। এই ভ্যারিয়েন্টের জেরে বিশাল ঢেউ এসেছে ইংল্যান্ড ও ফ্রান্সে। এই ভাইরাসের জেরে যে অতিমারী শুরু হয়েছে তা পুরোপুরিই বিস্ময় এবং অপ্রত্যাশিত বিষয়ে পূর্ণ।























