Premier League Covid19: প্রিমিয়র লিগে রেকর্ড ৪২ জন করোনা আক্রান্ত গত সপ্তাহে
Premier League Covid19: ম্যান ইউয়ের (manchester united) তরফে অনুশীলনও বন্ধ রাখা হয়েছে। অ্যাস্টন ভিলা ও ব্রাইটন ক্লাবের তরফেও জানানো হয়েছে তাঁদের ক্লাবেও কোভিড পজিটিভ কেস ধরা পড়েছে।
লন্ডন: ওমিক্রণের (omicron) প্রভাব বেড়েছে বিশ্বজুড়ে। প্রিমিয়ার লিগেও প্রত্যেক দিন করোনা আক্রান্ত হওয়ার সংখ্যা বাড়ছে। গত সপ্তাহে প্রিমিয়র লিগের (Premier League) বিভিন্ন ক্লাব মিলে মোট ৪২ জন ফুটবলার ও সাপোর্ট স্টাফ করোনা (covid19) আক্রান্ত হয়েছে। যা রেকর্ড। ম্যান ইউতে একাধিক কোভিড আক্রান্ত হওয়ায় তাদের পরবর্তী ম্যাচও পিছিয়ে দেওয়া হয়েছে।
গত ৭ সপ্তাহের মধ্যে গত সপ্তাহেই সর্বাধিক কোভিড আক্রান্ত হয়েছেন ৪২ জন। মোট ৩৮০০ জনের মধ্যে ৪২ জন কোভিড আক্রান্ত হয়েছেন। ম্যান ইউয়ের তরফে কোভিড বেড়ে যাওয়ায় অনুশীলনও বন্ধ রাখা হয়েছে। অ্যাস্টন ভিলা ও ব্রাইটন ক্লাবের তরফেও বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে তাঁদের ক্লাবেও কোভিড আক্রান্ত হয়েছেন কয়েকজন।
গতকাল, র্যাপিড টেস্টে ধরা পড়ল কোভিড (covid19)। আক্রান্ত বেশ কয়েকজন ফুটবলার ও সাপোর্ট স্টাফ। গ্রেট ব্রিটেন সরকারের নতুন নিয়ম অনুযায়ী ইপিএলে (epl) প্রত্যেকটি ম্যাচের পরে ফুটবলার এবং সাপোর্ট স্টাফদের কোভিড (covid19) পরীক্ষা আবশ্যিক। সেই মতোই রবিবার সকালে ম্যান ইউ (manchester united) ফুটবলারদের করোনার পরীক্ষা হয়। সেখানে কয়েকজন ফুটবলার এবং সাপোর্ট স্টাফের করোনা পরীক্ষার ফল পজ়িটিভ এসেছে। তাঁদেরকে যদিও কোয়ারেন্টিন করে দেওয়া হয়েছে। বাকিদের নিয়ে অনুশীলন শুরু হয়েছে। উল্লেখ্য শেষ নরউইচের বিরুদ্ধে খেলতে নেমেছিল ম্যান ইউ। যে ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর গোলে ম্যাচে জয় হাসিল করে নেয় রেড ডেভিলসরা। কিন্তু প্রশ্ন উঠছে সেই ম্যাচ খেলতে গিয়েই কি কোভিড আক্রান্ত হলেন নাকি ফুটবলাররা। তবে কারা কারা আক্রান্ত হয়েছে তা জানা যায়নি। ক্লাব বিবৃতি দিয়ে শুধু জানিয়েছে যে বাকিরা সবাই সুস্থ রয়েছেন। এর আগে গত সপ্তাহে টটেনহ্যাম হটস্পার দলেও কোভিড হানা দিয়েছিল। প্রথম দলের ৮ জন ফুটবলার ও ৫ জন সাপোর্ট স্টাফ করোনা আক্রান্ত হয়েছিলেন জার জন্য।
আরও পড়ুন: ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে কোভিড হানা, আক্রান্ত ফুটবলার, সাপোর্ট স্টাফ