CAB 1st Division One Day: সিএবির স্থানীয় ক্রিকেটে জয় ভবানীপুর, বেলগাছিয়া, ইস্টবেঙ্গলের
CAB 1st Division One Day: প্রথম ম্যাচে স্পোর্টিং ইউনিয়ন মুখোমুখি হয়েছিল ভবানীপুর ক্লাবের। প্রথমে ব্যাট করে স্পোর্টিং ইউনিয়ন ৪৪.৫ ওভারে ১৫৫ রানে অল আউট হয়ে যায়।
কলকাতা: এই মুহূর্তে চলছে সিএবি প্রথম ডিভিশনের ওয়ান ডে টুর্নামেন্ট। সেই টুর্নামেন্টেই আজকের ম্যাচের ফলাফলের দিকে এক নজরে চোখ বুলিয়ে নেওয়া যাক
স্পোর্টিং ইউনিয়নকে হারাল ভবানীপুর: যাদবপুর ক্যাম্পাসে হওয়া প্রথম ম্যাচে স্পোর্টিং ইউনিয়ন মুখোমুখি হয়েছিল ভবানীপুর ক্লাবের। প্রথমে ব্যাট করে স্পোর্টিং ইউনিয়ন ৪৪.৫ ওভারে ১৫৫ রানে অল আউট হয়ে যায়। জবাবে ব্যাট করতে নেমে ২৩.২ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভবানীপুর। অভিষেক দাস ৪৩ বলে ৬০ তান করেন।
কলকাতা ইউনিয়ন স্পোর্টিংকে হারাল পুলিশ এসি: দেশবন্ধু ক্লাবের মাঠে হওয়া দ্বিতীয় ম্যাচে কলকাতা ইউনিয়ন স্পোর্টিং মুখোমুখি হয়েছিল পুলিশ এসির। ম্যাচে প্রথমে ব্যাট করে কলকাতা ইউনিয়ন স্পোর্টিং ১৫৬ রানে অল আউট হয়ে যায়। জবাবে ৩১.১ ওভারে ৪ উইকেট হারিয়ে জিতে যায় পুলিশের দলটি। অভিষেক বন্দ্যোপাধ্যায় ৬৮ বলে ৫৬ রান করেন। অন্যদিকে কৌশিক মাইতি ১৭ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন।
তপন মেমোরিয়ালকে হারাল ইস্টবেঙ্গল: ইডেনে অন্য একটি ম্যাচে মুখোমুখি হয়েছিল তপন মেমোরিয়াল ও ইস্টবেঙ্গল। সেই ম্যাচে লাল হলুদ বাহিনী ৯ উইকেটে জয় পেল। তপন মেমোরিয়াল ১৫৭ রানে অল আউট হয়ে যায়। ইস্টবেঙ্গল ১ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। সুদীপ ঘরামি ৭৮ রানে নট আউট থাকেন। সায়ন মণ্ডল ৫ উইকেট নেন।
বেলগাছিয়ার জয়: এদিনের শেষ ম্যাচে বেলগাছিয়া ইউনাইটেড মুখোমুখি হয়েছিল ক্যালকাটা পোর্ট ট্রাস্টের। প্রথমে ব্যাট করে বেলগাছিয়া ২০৩ রান বোর্ডে তুলে নেয়। জবাবে ক্যালকাটা পোর্ট ট্রাস্ট ১৫৮ রানে অল আউট হয়ে যায়। ম্যাচটি কালিঘাট মাঠে হয়েছিল।
সিএবি-র (CAB) প্রথম ডিভিশন ওয়ান ডে টুর্নামেন্টে শুক্রবারও বড় জয় পেয়েছিল ইস্টবেঙ্গল (East Bengal), ভবানীপুর (Bhawanipur), তপন মেমোরিয়াল, বড়িশা স্পোর্টিং ক্লাব, ইউনাইটেড ক্লাব ও স্পোর্টিং ইউনিয়ন।