প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন অধিনায়ক মাইকেল ক্লার্ক ব্যানক্রফ্টের পাশে দাঁড়িয়েছেন। তাঁর মতে, বোলাররা বল বিকৃতির কথা জানতেন না, এটা কার্যত অসম্ভব। ক্লার্ক বলেছেন, “আমার ব্যাটে সামান্য একটা পেন দিয়ে যেখানে খুশি আঁচড় কাটুন, সেটা আমি বুঝতে পারব। বোলাররা সেখানে বলটা হাতে নিয়ে বোলিং করেছে। ওরা সেটার কোনও পরিবর্তন সম্পর্কে জানবে না, এটা হতেই পারে না।”
Adam Gilchrist: বল বিকৃতি কাণ্ডে নতুন করে তোলপাড় অস্ট্রেলীয় ক্রিকেট
অ্যাডাম গিলক্রিস্ট তাঁর নিজের ইউটিউব চ্যানেলে বলেছেন যে, এই ঘটনা তাঁদের ক্রিকেট ইতিহাসে চিরকাল ক্ষত হয়ে থেকে যাবে।
![Adam Gilchrist: বল বিকৃতি কাণ্ডে নতুন করে তোলপাড় অস্ট্রেলীয় ক্রিকেট Cricket Australia needed to do more thorough investigation into 'sandpapergate', feels Adam Gilchrist Adam Gilchrist: বল বিকৃতি কাণ্ডে নতুন করে তোলপাড় অস্ট্রেলীয় ক্রিকেট](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/05/17/13f1e4850c3059925d33825ef2e5ba9c_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
সিডনি: বল বিকৃতি কাণ্ড নিয়ে নতুন করে তোলপাড় অস্ট্রেলীয় ক্রিকেট। ক্যামেরন ব্যানক্রফ্টের একটি সাম্প্রতিক সাক্ষাৎকার শোরগোল ফেলেছে। অস্বস্তিতে ক্রিকেট অস্ট্রেলিয়াও। মুখ খুলতে শুরু করেছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটারেরা। এ রকম পরিস্থিতি তৈরি হওয়ার জন্য বোর্ডকেই দায়ী করছেন অ্যাডাম গিলক্রিস্ট। নতুন করে তদন্তের দাবি জানিয়েছেন তিনি। মাইকেল ক্লার্ক আবার ব্যানক্রফ্টের পাশে দাঁড়িয়েছেন।
বল বিকৃতি কাণ্ডের নতুন করে তদন্ত হলে অনেক বড় নাম প্রকাশ্যে উঠে আসবে বলে মনে করছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন উইকেটকিপার অ্যাডাম গিলক্রিস্ট ও প্রাক্তন অধিনায়ক মাইকেল ক্লার্ক। বল বিকৃতি কাণ্ড নিয়ে ক্যামেরন ব্যানক্রফ্টের একটা সাক্ষাৎকার বিশ্ব ক্রিকেটে শোরগোল ফেলেছে। অস্বস্তিতে পড়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ফের তদন্তের দাবি উঠছে। যদি আবারও তদন্ত শুরু হয় তাহলে সমস্যায় পড়তে পারেন বেশ কিছু তারকা ক্রিকেটার। এই অপ্রীতিকর পরিস্থিতির জন্য বোর্ডকেই দায়ী করছেন গিলক্রিস্ট।
অ্যাডাম গিলক্রিস্ট তাঁর নিজের ইউটিউব চ্যানেলে বলেছেন যে, এই ঘটনা তাঁদের ক্রিকেট ইতিহাসে চিরকাল ক্ষত হয়ে থেকে যাবে। পাশাপাশি এটাও বলেছেন, ‘যারা জড়িত ছিল তাদের পরিচয় ঠিক ধরা পড়বে। অনেকেই এই ঘটনাকে ধমাচাপা দিয়ে রেখেছিল। ক্রিকেট অস্ট্রেলিয়াই এর জন্য দায়ী। তখন এটাকে একটা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে ধরে তিনজন ক্রিকেটারকে শাস্তি দেওয়া হয়েছিল। বাকিরা কেউ জানত না! বোর্ডের উচিত ছিল আরও ভাল করে খুঁটিয়ে তদন্ত করা।’
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)