Shahid Afridi: কেরল বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে অতিথি আফ্রিদি! প্রধানমন্ত্রীকে নালিশ ABVP-র, হস্তক্ষেপ দাবি
India vs Pakistan : ভারত-পাকিস্তান যুদ্ধের সময় একের পর এক ভারত বিরোধী মন্তব্য করেছেন । এমনকী, সংঘর্ষ বিরতির পর করাচিতে বিজয় মিছিল বার করেছিলেন ।

নয়াদিল্লি: ভারত-পাকিস্তান যুদ্ধের সময় একের পর এক ভারত বিরোধী মন্তব্য করেছেন । এমনকী, সংঘর্ষ বিরতির পর করাচিতে বিজয় মিছিল বার করেছিলেন । ভারত বিদ্বেষী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছেন পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন তারকা শাহিদ আফ্রিদি (Shahid Afridi) ।
আর সেই আফ্রিদিই কি না ভারতের একটি বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে যোগ দিলেন! শুধু যোগ দিলেনই না, তাঁকে রীতিমতো বরণ করা হল!
পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন খেলোয়াড় শাহিদ আফ্রিদি কোচির ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি (CUSAT)-এর ছাত্র সংঘ (CUBAA)-এর একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন । তবে ভারতে নয়, এই অনুষ্ঠানটি সংযুক্ত আরব আমিরাশাহিতে (UAE) অনুষ্ঠিত হয়েছিল । শাহিদ আফ্রিদির কেরলের এই গ্রুপের অনুষ্ঠানে অংশগ্রহণের পর তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছে । ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধের সময় শাহিদ আফ্রিদি ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করেছিলেন । এই ঘটনার জেরে, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP) কেরলের এই গ্রুপের বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে অভিযোগ দায়ের করেছে ।
এবিভিপি কোন পদক্ষেপ নিয়েছে?
খবর অনুযায়ী, এবিভিপি কেরলের রাজ্য সম্পাদক ই.ইউ.ঈশ্বর প্রসাদ বলেছেন যে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করা হয়েছে । এর মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে সিইউবিএএ-র কর্মকর্তাদের পাসপোর্ট বাতিল করার দাবি জানানো হয়েছে এবং কেরলের এই বিশ্ববিদ্যালয়ের কাছে দাবি করা হয়েছে যে, বিশ্ববিদ্যালয়ের নামের অপব্যবহারের জন্য তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হোক ।
কী ঘটেছে?
কেরলের এই গ্রুপের এই অনুষ্ঠানটি গত রবিবার, ২৫ মে, সংযুক্ত আরব আমিরশাহিতে অনুষ্ঠিত হয়েছিল । এই অনুষ্ঠানে শাহিদ আফ্রিদি মঞ্চে উপস্থিত ছিলেন । এই অনুষ্ঠানের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে তাঁকে স্বাগত জানানো হচ্ছে । অনুষ্ঠানে আফ্রিদিকে স্বাগত জানানো দেখে মানুষ এই গ্রুপের তীব্র সমালোচনা করছে । দেশজুড়ে বিতর্ক বাড়ার পর কেরলের এই গ্রুপ ক্ষমা চেয়েছে এবং হলফনামা দিয়ে বলেছে যে, শাহিদ আফ্রিদির অনুষ্ঠানে আসা আগে থেকে ঠিক ছিল না ।
View this post on Instagram




















