Usman Ghani Record: এক ওভারে ৪৫ রান! ইতিহাস গড়লেন আফগানিস্তানের ক্রিকেটার উসমান গনি
ECS T10: ইসিএস টি-১০ ইংল্যান্ড টুর্নামেন্টে ১ অগাস্ট লন্ডন কাউন্টি ক্রিকেট ক্লাব এবং গিল্ডফোর্ডের মধ্যে খেলা হয় ।

লন্ডন: ক্রিকেটের মাঠে যখন ঝড় ওঠে, তখন স্কোরবোর্ডও যেন এলোমেলো হয়ে যায় । আর এবার সেই ঝড় তুলেছেন আফগানিস্তানের ব্যাটসম্যান উসমান গনি (Usman Ghani), যিনি এক ওভারে ৪৫ রান করে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন । এমন কীর্তি আগে পেশাদার ক্রিকেটে কখনও দেখা যায়নি ।
এক ওভারে ৪৫ রান, কীভাবে?
ইসিএস টি-১০ ইংল্যান্ড টুর্নামেন্টে ১ অগাস্ট লন্ডন কাউন্টি ক্রিকেট ক্লাব এবং গিল্ডফোর্ডের মধ্যে খেলা হয় । লন্ডনের হয়ে ওপেনিং করতে নামা উসমান গনি গিল্ডফোর্ডের বোলার উইল আর্নির ওভারে ধ্বংসলীলা চালান । গনি এক ওভারে ৬+নো বল, ৬, ৪+ওয়াইড, ৬, ৪+নো বল, ৬, ০, ৬, ৪-এর হিসেবে মোট ৪৫ রান সংগ্রহ করেন ।
এই ওভারে ব্যাটসম্যান একাই ৪২ রান করেন, যেখানে অতিরিক্ত ৩ রান (২ নো বল এবং ১ ওয়াইড) আসে । এর আগে কোনও ব্যাটসম্যান এক ওভারে এত রান তোলেননি । এটি এখনও পর্যন্ত পেশাদার ক্রিকেটে সবচেয়ে ব্যয়বহুল ওভার হয়ে রইল ।
উসমান গনির ঝড়ো ইনিংস
ম্যাচে উসমান গনিকে দারুণ ছন্দে দেখাচ্ছিল । তিনি ৪৩ বলে অপরাজিত ১৫৩ রান করেন, যার মধ্যে ১১টি চার এবং ১৭টি ছয় ছিল । তাঁর স্ট্রাইক রেট ছিল ৩৫৫.৮১ । তাঁর সঙ্গী ইসমাইল বাহরামি-ও তাঁর ব্যাটিং দিয়ে ধুন্ধুমার বাঁধিয়ে দেন । তিনি ১৯ বলে ৬১ রান করেন । দুজনের জুটির সৌজন্যে লন্ডন কাউন্টি ১০ ওভারে ২২৬/০-এর বিশাল স্কোর তোলে ।
গিল্ডফোর্ডের ৭১ রানে হার
রান তাড়া করতে নেমে গিল্ডফোর্ডের দল এত বিশাল লক্ষ্যের সামনে টিকতে পারেনি এবং পুরো দল মাত্র ১৫৫ রান করতে পারে এবং ৭১ রানে ম্যাচ হারে । তাদের কোনও ব্যাটসম্যান অর্ধশতক পর্যন্ত পৌঁছতে পারেনি ।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে এবং অভিযোগ
২৯ বছর বয়সী উসমান গনি আফগানিস্তানের হয়ে ১৭টি একদিনের আন্তর্জাতিক এবং ৩৫টি টি-২০ ম্যাচ খেলেছেন । তিনি ২০১৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটান । কিন্তু ২০২৩ সালে গনি আফগানিস্তান ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিরতি নেন । তাঁর বক্তব্য ছিল, তিনি তখনই ফিরবেন যখন বোর্ডে "সঠিক ম্যানেজমেন্ট এবং সৎ নির্বাচন কমিটি" থাকবে ।




















