Afghanistan in Semi: আফগানিস্তানের রাস্তায় জনসমুদ্র, রশিদদের জয়ের আনন্দে সঙ্গী হাজার হাজার মানুষ
T20 World Cup 2024, AFG vs BAN: ক্রিকেট খেলাটাই যে দেশের অন্তরায়, সেখানে দেশের ছেলেপুলেরা বিশ্বকাপের মঞ্চে খেলছে। তাও আবার সেমিফাইনালে খেলার সুবর্ণ সুযোগ তাদের সামনে।
কাবুল: থিকথিক করছে রাস্তায় লোক। রাস্তায় জায়ান্ট স্ক্রিনে টিভি সেট করে সেখানেই ম্য়াচের শুরু থেকেই চোখ রেখেছিলেন সবাই। এমন দিন তো আর এই দেশে এর আগে কখনও আসেনি, বা আসার উপক্রমও হয়নি। ক্রিকেট খেলাটাই যে দেশের অন্তরায়, সেখানে দেশের ছেলেপুলেরা বিশ্বকাপের মঞ্চে খেলছে। তাও আবার সেমিফাইনালে খেলার সুবর্ণ সুযোগ তাদের সামনে। এমন মুহূর্ত মিস করা যায় নাকি? নবীন উল হকের (Naveen Ul Haq) বলে মুস্তাফিজুর লেগবিফোর হওয়ার পরই গোটা দেশে যেন স্বাধীনতার আনন্দ। যে দেশটা যুদ্ধ, আগ্নেয়াস্ত্র, মৃত্যু এই সব দেখে অভ্য়স্ত। সেই দেশে আজ ক্রিকেট উৎসব। কাবুল থেকে জালালাবাদ। বিভিন্ন জায়গা আফগানিস্তানিদের ভিড় উপচে পড়ছে।
View this post on Instagram
যুব বিশ্বকাপে আফগানিস্তান সেমিফাইনাল খেলেছে এর আগে। কিন্তু সিনিয়র পর্যায়ে ওয়ান ডে হােক বা টি-টোয়েন্টি কোনও ফর্ম্যাটের কোনও বিশ্বকাপের শেষ চারে এর আগে আফগানরা খেলেনি কখনও। তাও আবার এমন একটা গ্রুপে ছিল তারা, যেখানে ভারত, অস্ট্রেলিয়া, বাংলাদেশ তিনটি দলই খাতায় কলমে শক্তিশালী। এদের মধ্যে ভারত ছাড়া বাকি দুটো দলকেই সুপার এইটের মহারণে হারিয়েছিল রশিদ খানের দল। এমনকী গ্রুপ পর্বে নিউজিল্যান্ডের মত প্রথম সারির ক্রিকেট খেলিয়ে বিশ্বমানের দলকে হারিয়ে চমকে দিয়েছিল আফগানরা।
ننګرهاریان د افغانستان کرېکټ بریا لمانځي 🇦🇫😍 pic.twitter.com/T6ArpFAVPO
— Abdulhaq Omeri (@AbdulhaqOmeri) June 25, 2024
একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে টিম বাসে আফগানিস্তানের প্লেয়ারাও এই জয়ের সেলিব্রেশনে মেতে উঠেছেন। আগামী ২৭ জুন টি-টােয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নামবেন মহম্মদ নবিরা।
Afghanistan players celebration in the team bus. 🤣pic.twitter.com/ZP6Vqn1z75
— R A T N I S H (@LoyalSachinFan) June 25, 2024
ম্যাচে প্রথমে ব্য়াটিং করতে নেমে আফগানিস্তান ১১৫ রান বোর্ডে তুলতে পারে। কম রানের পুঁজি নিয়ে খেলতে নেমে প্রতিপক্ষ বাংলাদেশকে ৮ রানে হারিয়ে সেমির টিকিট পাকা করে নেয় আফগান শিবির। দলের হয়ে সেরা বোলিং পারফরম্য়ান্স নবীন উল হকের। তিনি ৪ ওভারে মাত্র ২৬ রান খরচ করে ৪ উইকেট নেন।