ICC: দুর্নীতিবিরোধী নীতিমালা ভেঙেছেন, ৫ বছরের জন্য নির্বাসিত আফগান ক্রিকেটার
Afganistan Cricketer Banned: আফগানিস্তান ক্রিকেট বোর্ডের তরফে এক বিবৃতিতে জানাতের নির্বাসনের খবরটি জানানো হয়েছে। এমনকী সেখানে বলা হয়েছে কাবুল প্রিমিয়ার লিগের দ্বিতীয় মরশুমে দুর্নীতিতে জড়িয়েছেন।
কাবুল: দুর্নীতিতে জড়িয়ে পাঁছবছরের জন্য নির্বাসিত হলেন আফগানিস্তানের ক্রিকেটার ইনসানুল্লাহ জানাত। আগামী ৫ বছরের কোনও ধরণের ক্রিকেটে মাঠে নামতে পারবেন না ২৬ বছরের এই ক্রিকেটার। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের তরফে এক বিবৃতিতে জানাতের নির্বাসনের খবরটি জানানো হয়েছে। এমনকী সেখানে বলা হয়েছে কাবুল প্রিমিয়ার লিগের দ্বিতীয় মরশুমে আফগানিস্তান ক্রিকেট বোর্ড ও ইন্টারন্যাশনাল ক্রিকেট কমিটির দুর্নীতিবিরোধী নীতিমালা ভেঙেছেন এই ক্রিকেটার। তার জন্যই তাঁকে নির্বাসিত করা হয়েছে।
আফগানিস্তান ক্রিকেট বোর্ডের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ''২০২৪ সালের কাবুল প্রিমিয়ার লিগের দ্বিতীয় আসরে আফগানিস্তান ক্রিকেট বোর্ড ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের দুর্নীতিবিরোধী আচরণবিধি লঙ্ঘন করার দায়ে সব ধরনের ক্রিকেটীয় কার্যকলাপ থেকে আগামী ৫ বছর নিষিদ্ধ হয়েছেন জানাত। তিনি দুর্নীতি কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।''